সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নেপালের পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছেন বিক্ষোভকারীরা। কাঠমান্ডু, নেপাল, ৮ সেপ্টেম্বর, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নেপালের পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছেন বিক্ষোভকারীরা। কাঠমান্ডু, নেপাল, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে কেন এই বিক্ষোভ

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও এক্সসহ ২৬টি সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে নেপাল সরকার। নতুন নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে কে পি শর্মা ওলির সরকার। দুর্নীতি ও সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে জেন–জি প্রজন্মের বিক্ষোভ রাজপথে নেমেছে। এ ঘটনার পর কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে।