নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

থাইল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩১ যাত্রী। আজ বুধবার দেশটির প্রাচীন বুরি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তারা তিনটি দ্বিতল বাসে মাঠ পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস বলেন, ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। তিনি আরও বলেন, ‘আমরা বাসটির চালককে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাদে পড়ে যায়।’

বাসে মোট ৪৯ জন যাত্রী ছিলেন। বিশ্বে সড়ক নিরাপত্তায় সবচেয়ে খারাপ রেকর্ড থাইল্যান্ডের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। অনিরাপদ যানবাহন ও চালকদের অসতর্কতার কারণে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে।

গত বছরের অক্টোবরে ব্যাংককের অদূরে সড়ক দুর্ঘটনায় একটি স্কুলবাসের ২৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই শিশু।