চীনে ভ্রমণকারীদের জন্য আর কোয়ারেন্টিনে থাকতে হবে না

বেইজিংয়ে আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: রয়টার্স ফাইল ছবি

চীনে অভ্যন্তরীণ ও বিদেশফেরত ভ্রমণকারীদের জন্য আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। করোনা মহামারি ঠেকাতে প্রায় তিন বছর আগে আরোপ করা এ বিধি আজ রোববার থেকে প্রত্যাহার করেছে বেইজিং। খবর এএফপির।

২০২০ সাল থেকে শূন্য করোনা নীতির আওতায় চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। সম্প্রতি ওই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন দেশটির অনেক শহরের বাসিন্দা। এরপর চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় চীন সরকার। এবার কোয়ারেন্টিনের বিধিও বাতিল করল চীন।

২০২০ সালের মার্চ থেকে চীনে আরোপিত বিধি অনুযায়ী, অন্য দেশ থেকে চীনে ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে সরকারি অবকাঠামোগুলোয় আইসোলেশনে থাকতে হতো। শুরুতে এ কোয়ারেন্টিনের মেয়াদ ছিল তিন সপ্তাহ। এবারের গ্রীষ্মে তা কমিয়ে এক সপ্তাহ করা হয়েছিল। গত নভেম্বরে কোয়ারেন্টিনের মেয়াদ আরও কমিয়ে পাঁচ দিন করা হয়।

গত মাসে চীনা কর্মকর্তারা ঘোষণা দেন, কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা একেবারেই বাতিল করা হবে। ৮ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঘোষণাটির পর চীনা জনগণ জোরেশোরে বিদেশ ভ্রমণের পরিকল্পনা শুরু করেন। কারণ, ভ্রমণ শেষে দেশে ফেরার ক্ষেত্রে তাঁদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। জনপ্রিয় ভ্রমণ ওয়েবসাইটগুলোয় তাঁরা বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতে থাকেন।

তবে সম্প্রতি চীনে নতুন করে প্রকোপ দেখা দেওয়ায় বিশ্বের ১২টির বেশি দেশ চীন থেকে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক করোনা পরীক্ষার বিধি আরোপ করেছে।

সম্প্রতি করোনা বিধিনিষেধ প্রত্যাহারের পর চীনে নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করে। চান্দ্র নববর্ষ উপলক্ষে ব্যাপক জমায়েতকে কেন্দ্র করে চীনে করোনার প্রকোপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।