Thank you for trying Sticky AMP!!

চীনে মহামারি শুরুর পর এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে বিস্তারিত নির্দেশনা দিয়েছে।

চীনে গতকাল বুধবার রেকর্ডসংখ্যক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা প্রায় তিন বছর আগে দেশটিতে মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে রয়টার্স এসব কথা জানিয়েছে।

গতকাল চীনে ৩১ হাজার ৪৪৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এই হিসাবে দেশের বাইরে থেকে আসা রোগীদের ধরা হয়নি। শনাক্ত হওয়া রোগীদের ৩ হাজার ৯২৭ জনের উপসর্গ আছে। বাকি ২৭ হাজার ৫১৭ জনের উপসর্গ নেই বলে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

রোগী শনাক্তের এই সংখ্যা গত ১৩ এপ্রিলের রেকর্ড ভেঙে দিয়েছে। ওই দিন দেশটিতে রোগী শনাক্ত হয়েছিলেন ২৯ হাজার ৩১৭ জন। এই হিসাবে দেশের বাইরে থেকে আসা রোগীদের ধরা হয়নি।

গতকাল আরও একজনের মৃত্যুতে চীনে করোনায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। গতকাল নাগাদ চীনের মূল ভূখণ্ডে ২ লাখ ৯৭ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হলো যাঁদের উপসর্গ আছে।

স্থানীয় প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, বেইজিংয়ে গতকাল স্থানীয়ভাবে সংক্রমিত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে যাঁদের উপসর্গ আছে। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৯ জন। আগের দিন উপসর্গসহ ৩৮৮ জন আর উপসর্গহীন ১ হাজার ৯৮ জন রোগী শনাক্ত হয়েছিলেন।

Also Read: চীনে এক দিনে প্রায় ২৭ হাজার করোনা রোগী শনাক্ত

চীনের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাইতে উপসর্গ আছে এমন নয়জন রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। আগের দিন যথাক্রমে এ ধরনের রোগী শনাক্ত হয়েছিলেন ১৫ ও ৫৩ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে।

এদিকে, নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ইতিমধ্যে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের করোনা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে এবং আইসোলেশনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

Also Read: যে কারণে চীনে অ্যাপলের কারখানায় কর্মীদের বিক্ষোভ