Thank you for trying Sticky AMP!!

অনুমোদন পেল মডার্নার বুস্টার ডোজ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা স্থানীয় সময় গতকাল সোমবার ১৮ বছরের বেশি বয়সীদের জন্য মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। টিকার প্রাথমিক ডোজ নেওয়ার পর সুরক্ষার মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থেকে এই বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়েছে। খবর এএফপির।

এ মাসের শুরুতে ১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার–বায়োএনটেকের টিকার অনুমোদন দেওয়া হয়।

ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ছয় থেকে আট মাস পর মডার্নার স্পাইকভ্যাক্স টিকার তৃতীয় ডোজ নিলে প্রাপ্তবয়স্কদের শরীরে অ্যান্টিবডির মাত্রা বাড়ে। যাঁদের অ্যান্টিবডির মাত্রা কমে গেছে, তাঁদের ক্ষেত্রে টিকার বুস্টার ডোজ কার্যকর হবে।

আমস্টারডামভিত্তিক ইউরোপীয় মেডিসিন এজেন্সি আরও বলছে, স্থানীয় মহামারি পরিস্থিতি বিবেচনা করে বুস্টার ডোজ ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করা হতে পারে। প্রাপ্ত তথ্য–উপাত্তের ভিত্তিতে দেখা গেছে, স্পাইকভ্যাক্সের বুস্টার ডোজের প্রতিক্রিয়া দ্বিতীয় ডোজ টিকার মতোই হয়ে থাকে।

বুস্টার ডোজ নেওয়ার পর হৃদ্‌যন্ত্রের প্রতিক্রিয়া ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে।