Thank you for trying Sticky AMP!!

ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলায় বিধ্বস্ত একটি এলাকা

পুতিনঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই নতুন হামলার খবর দিল ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলে গতকাল শনিবার রাতভর রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। বড়দিনে রাশিয়াঘোষিত একতরফা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পরপরই এসব হামলা হয়। খবর রয়টার্সের।

আজ রোববার স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
ইউক্রেনে অর্থোডক্স খ্রিষ্টানদের বেশির ভাগ অংশ ঐতিহ্যগতভাবে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে। রাশিয়াতেও তাই। তবে এ বছর ইউক্রেনের অর্থোডক্স চার্চে ২৫ ডিসেম্বরেও বড়দিন উদ্‌যাপিত হয়েছে। আবার গতকালও অনেকে বিভিন্ন গির্জা ও ক্যাথেড্রালে জড়ো হয়ে বড়দিন উদ্‌যাপন করেন।

অর্থোডক্স খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। ইউক্রেন এ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল। যুদ্ধের সম্মুখসারিতে গোলা হামলা অব্যাহত ছিল।

পুতিনঘোষিত একতরফা যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর গতকাল মধ্যরাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের গভর্নর ওলেহ সিনেহুবভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, ওই অঞ্চলে রাশিয়ার গোলা হামলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, অঞ্চলটিতে রাতভর ৯টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রাথমিকভাবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের কর্মকর্তারা দেশটির দনবাস অঞ্চলেও বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। এলাকাটিতে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, জাপোরিঝঝিয়া শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ক্রেমলিন বলছে, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে। কিয়েভ ও পশ্চিমা মিত্রদের দাবি, ভূমি দখলের জন্য বিনা উসকানিতে রাশিয়া এ অভিযান চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেন, রাশিয়া নতুন করে বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার পেন্টাগন বলেছে, পুতিনের ইউক্রেনীয় ভূখণ্ড দখলের বাসনায় পরিবর্তন আসেনি।