গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি এলাকা

গাজায় যুদ্ধাপরাধ, বেলজিয়ামে সংগীত উৎসবে যোগ দেওয়া ২ ইসরায়েলিকে জিজ্ঞাসাবাদ

গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

হিন্দ রজব ফাউন্ডেশন এবং গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক নামে দুটি সংগঠনের আইনি অভিযোগের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ করা হয়। গত শুক্র ও শনিবার অভিযোগগুলো জমা দেওয়া হয়েছে। ওই দুই ইসরায়েলি ‘টুমরোল্যান্ড’ নামের এক সংগীত উৎসবে যোগ দিতে বেলজিয়ামে গিয়েছিলেন।

গতকাল সোমবার বেলজিয়ামের কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় একটি লিখিত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘সম্ভাব্য বিচারিক ক্ষমতার বিবেচনায়, অভিযোগে যাঁদের নাম রয়েছে সেই দুই ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’

তদন্তের এই পর্যায়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কৌঁসুলির দপ্তর।

বেলজিয়ামের ফৌজদারি কার্যবিধির নতুন একটি ধারা অনুসারে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছর ধারাটি কার্যকর হয়। এই ধারা অনুযায়ী, বিদেশে সংঘটিত কোনো সহিংসতার ঘটনা যদি কোনো আন্তর্জাতিক চুক্তির আওতায় পড়ে এবং বেলজিয়াম সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হয়ে থাকে, তাহলে দেশটির আদালত ওই অভিযোগের তদন্ত করতে পারে।

সোমবার দুই ইসরায়েলিকে জিজ্ঞাসাবাদ করার ঘটনাকে হিন্দ রজব ফাউন্ডেশন ‘বিশ্বব্যাপী জবাবদিহি প্রতিষ্ঠার চেষ্টায় এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে।

বেলজিয়ামভিত্তিক হিন্দ রজব ফাউন্ডেশন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রচার চালিয়ে আসছে। ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর নামে ফাউন্ডেশনটির নামকরণ করা হয়েছে। গাজা নগরী থেকে পরিবারের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি গোলার আঘাতে শিশুটি নিহত হয়। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পরই এই ঘটনা ঘটেছিল।

গত বছর প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি ইতিমধ্যে ১০টির বেশি দেশে বেশ কিছু অভিযোগ দায়ের করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চ পদমর্যাদার কর্মকর্তারাও এ অভিযোগের আওতায় আছেন।

সোমবার দুই ইসরায়েলিকে জিজ্ঞাসাবাদ করার ঘটনাকে হিন্দ রজব ফাউন্ডেশন ‘বিশ্বব্যাপী জবাবদিহি প্রতিষ্ঠার চেষ্টায় এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে।

এ ঘটনা এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। গত সোমবার দুই ডজনের বেশি পশ্চিমা দেশের সরকার গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজার মানুষের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে।

ফাউন্ডেশনটি এক বিবৃতিতে বলেছে, ‘চলমান আইনি প্রক্রিয়ায় আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব। আমরা বেলজিয়ামের কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি, তারা যেন পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে এই তদন্ত চালিয়ে যায়। ন্যায়বিচার এখানেই থেমে যাওয়া উচিত নয়। আর আমরা তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, একজন ইসরায়েলি নাগরিক ও একজন সেনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে তাঁরা ছাড়া পেয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে এবং ওই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছে।’

এ ঘটনা এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। গত সোমবার দুই ডজনের বেশি পশ্চিমা দেশের সরকার গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজার মানুষের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে।

বেলজিয়ামের ফৌজদারি কার্যবিধির নতুন একটি ধারা অনুসারে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছর ধারাটি কার্যকর হয়। এ ধারা অনুযায়ী, বিদেশে সংঘটিত কোনো সহিংসতার ঘটনা যদি কোনো আন্তর্জাতিক চুক্তির আওতায় পড়ে এবং বেলজিয়াম সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হয়ে থাকে, তাহলে দেশটির আদালত ওই অভিযোগের তদন্ত করতে পারে।

গাজায় ২১ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে সেখানকার ২০ লাখের বেশি মানুষ ভয়াবহ মানবেতর পরিস্থিতিতে আছে। ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা ও আরও ২১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে, এখনই এই যুদ্ধ থামাতে হবে।