উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের (ছবিতে অনুপস্থিত) সঙ্গে বৈঠকে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ৪ জুন ২০২৫
উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের (ছবিতে অনুপস্থিত) সঙ্গে বৈঠকে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ৪ জুন ২০২৫

পুতিনের ‘বিশেষ নির্দেশে’ উত্তর কোরিয়া গেলেন রুশ প্রেসিডেনশিয়াল নিরাপত্তা উপদেষ্টা শোইগু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বিশেষ নির্দেশে’ রুশ প্রেসিডেনশিয়াল নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।

রুশ বার্তা সংস্থা তাস আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেছে, শোইগুর এ সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাস জানিয়েছে, সফরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে শোইগু আলোচনা করবেন। আলোচনার বিষয় হবে, চলতি মাসের শুরুতে তাঁর পিয়ংইয়ং সফরে গত বছরের ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ চুক্তির আওতায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন।

গত দুই বছরে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হয়েছে। গত তিন মাসে শোইগুর এটি তৃতীয় উত্তর কোরিয়া সফর। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পিয়ংইয়ংয়ের সামরিক সহায়তা উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে।

তবে শোইগুর বর্তমান সফরের আলোচনার নির্দিষ্ট বিষয় কিংবা পুতিনের ‘বিশেষ নির্দেশনা’ সম্পর্কে তাস বিস্তারিত কিছু জানায়নি।

গত দুই বছরে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক নাটকীয়ভাবে ঘনিষ্ঠ হয়েছে। গত তিন মাসে শোইগুর এটি তৃতীয় উত্তর কোরিয়া সফর। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পিয়ংইয়ংয়ের সামরিক সহায়তা উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে।

রয়টার্সের এক অনুসন্ধানে দেখা গেছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে লাখ লাখ গোলাবারুদ ও কয়েক হাজার সেনা সরবরাহ করেছে।

এদিকে কিম জং–উন রাশিয়ার বর্তমান নীতিকে ‘নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা কর্মকর্তাদের আশঙ্কা, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পেতে পারে।