Thank you for trying Sticky AMP!!

পর্তুগালের মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এডি) নেতা লুইস মন্টিনিগ্রো

পর্তুগালে সাধারণ নির্বাচনে মধ্য ডানপন্থীদের বিজয় দাবি

পর্তুগালের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছে মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি)।

তবে জয়ের ব্যবধানে খুব সামান্য হওয়ায় এডির সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের সম্ভাবনা কম।

গতকাল রোববার পর্তুগালে সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) ও মধ্য বামপন্থী সমাজতান্ত্রিক পার্টি (পিএস) প্রায় ২৯ শতাংশ করে ভোট পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পিএসের চেয়ে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে এডি। নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থী দল চেগা। ফলে চেগার সমর্থন ছাড়া এডি সরকার গঠন করতে পারবে কি না, তা স্পষ্ট নয়।

এডির নেতা লুইস মন্টিনিগ্রো তাঁর সমর্থকদের বলেছেন, পর্তুগিজরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও এডির জয়ের ব্যবধান খুব সামান্য।

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন পিএসের নেতা পেদ্রো নুনো সান্তোস। তিনি বলেছেন, তাঁরা বিরোধী দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তাঁরা দলকে পুনর্জীবিত করবেন। পিএসের ব্যাপারে অসন্তুষ্ট পর্তুগিজদের মন জয়ের চেষ্টা করবেন।

দুর্নীতির অভিযোগের মুখে চার মাস আগে পদত্যাগ করেন পর্তুগালের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। গত ডিসেম্বরে পেদ্রো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি দলের কস্তার স্থলাভিষিক্ত হন।

পর্তুগালের আগাম সাধারণ নির্বাচন ডাকা হয়েছিল। এই নির্বাচনে গতকাল ভোট হলো।