Thank you for trying Sticky AMP!!

বাখমুতের পূর্বাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ভাগনার প্রধানের

বিধ্বস্ত বাখমুত শহর

রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তাঁর বাহিনী ইউক্রেনের বাখমুত শহরের পূর্বাঞ্চলীয় অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। আজ বুধবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় এমন দাবি করেছেন।

ইউক্রেনে রাশিয়ার হয়ে বাখমুত শহরের দখল নেওয়ার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ভাগনার গ্রুপ। আজ বুধবার প্রিগোজিনের অডিও বার্তায় বলা হয়, ‘বেসরকারি সামরিক কোম্পানির দলগুলো বাখমুতের পূর্বাঞ্চলীয় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। বাখমুতকা নদীর পূর্ব দিকের সবকিছু পুরোপুরিভাবে ভাগনারের নিয়ন্ত্রণে আছে।’

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

আগেও বিভিন্ন সময়ে প্রিগোজিন আগাম সাফল্যের দাবি করেছিলেন।

এর আগে ইউক্রেনীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামলা হওয়ার মতো পরিস্থিতিতে আছে বাখমুত।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাখমুতে আমাদের সেনাদের প্রধান কাজ হলো শত্রুদের যুদ্ধসক্ষমতা নিরূপণ করা, তাদের যুদ্ধ সক্ষমতা ভেঙে দেওয়া।’