
আলাস্কার অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপণ কর্মকর্তা মার্ক ওয়ারেন রাশিয়ান টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে ভাইরাল হন। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরসঙ্গীরা তাঁকে ২৭ লাখ টাকা মূল্যের একটি ইউরাল মোটরসাইকেল উপহার দেন। তিনি পুরনো ইউরাল মোটরসাইকেল ব্যবহার করতেন। সেটার যন্ত্রাংশ পাওয়া কতটা কঠিন সেই সমস্যার কথা জেনেই পুতিনের পক্ষ থেকে এই উপহার। বাইকটি একেবারে নতুন তৈরি, যা সম্মেলনের আগেই আলাস্কায় আনা হয়। উপহার পেয়ে ওয়ারেন অভিভূত।