
বাসাবাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম হামেশাই ব্যবহার করা হয়। তবে সাবধান, এসব সরঞ্জাম নিয়ে সামান্য হেলাফেলায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। যেমনটি হয়েছে যুক্তরাজ্যের এসেক্সের এক নারীর বাড়িতে। ওই বাড়িতে চুল শুকানোর একটি যন্ত্র চালু করে ফেলে পোষা কুকুর। এতে সেখান থেকে লেগে যায় আগুন। খবর জিও নিউজের
ঘটনা গত সপ্তাহের। সন্ধ্যায় বাড়ি ফিরে ওই নারী দেখতে পান, তাঁর বাড়ি ধোঁয়ায় ভরে গেছে। আর ফটকের সামনে অপেক্ষা করছে পোষা কুকুরটি। ধোঁয়া দেখে এসেক্স ফায়ার সার্ভিসকে ফোন করেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেখতে পান, বাড়ির একটি বিছানার ওপর আগুন জ্বলছে। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ওই নারীর নাম প্রকাশ করেনি। সংস্থার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী হয়তো চুল শুকানোর যন্ত্রটি ব্যবহারের পর বিছানায় ফেলে রেখেছিলেন। সেটিতে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। পরে বিছানার ওপর খেলার সময় দুর্ঘটনাবশত সেটি চালু করে ফেলে বাড়ির কুকুরটি। এতে যন্ত্রটি একপর্যায়ে প্রচণ্ড গরম হয়ে বিছানায় আগুন ধরে যায়। এ নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছে এসেক্স ফায়ার সার্ভিস। সেখানে তারা এটিকে ‘খামখেয়ালি দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে।
এমন দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের পর সেগুলো বৈদ্যুতিক প্লাগ থেকে খুলে রাখার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা গ্রে শিন। বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘চুল শুকানোর যন্ত্রের মতো কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের পর অনুগ্রহ করে একটু সময় নিয়ে সেগুলো প্লাগ থেকে খুলে রাখুন। কুকুর যন্ত্রটি চালু করে ফেলতে পারে, তা হয়তো ওই নারী ধারণাই করতে পারেননি। তবে প্লাগ থেকে বৈদ্যুতিক সরঞ্জামগুলো খুলে রাখলে তা হয়তো আপনাকে দুশ্চিন্তা থেকে বাঁচাবে।’
কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল। দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে একটি বাড়ির রান্নাঘরের চুলা চালু করে ফেলে পোষা কুকুর। সেখান থেকে ওই বাড়িতে আগুন লেগে যায়।