অস্ট্রিয়ার গ্রাজ শহরে গুলির ঘটনা ঘটা ওই বিদ্যালয়ের পাশের সড়কে নেওয়া হয়েছে অ্যাম্বুলেস। আজ মঙ্গলবার তোলা
অস্ট্রিয়ার গ্রাজ শহরে গুলির ঘটনা ঘটা ওই বিদ্যালয়ের পাশের সড়কে নেওয়া হয়েছে অ্যাম্বুলেস। আজ মঙ্গলবার তোলা

অস্ট্রিয়ায় বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ইউরোপের দেশ অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবারের এ ঘটনায় আরও কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

ওই শহরের পুলিশের বরাতে অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শহরটির একটি সড়কে পুলিশি অভিযান চলছে। সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তবে কারা, কেন হামলা চালিয়েছে বা কারা হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিদ্যালয় ভবনটি পুলিশ খালি করে ফেলেছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, ওই ভবনের শৌচাগারে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হতাহতের সংখ্যার বিষয়ে অস্ট্রিয়ার সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।