কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত–আফগানিস্তান দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ জুন
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত–আফগানিস্তান দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ জুন

আফগান দর্শকদের পেটালেন ভারত সমর্থকেরা

এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ চলাকালে দুই দফায় অশান্তি হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন)। প্রথমে গ্যালারিতে থাকা চার-পাঁচজন আফগান যুবককে পেটান ভারত সমর্থক কিছু যুবক। এরপর খেলা শেষে দ্বিতীয় দফায় মারপিট হয় দুই দেশের খেলোয়াড়দের মধ্যে। দ্বিতীয় দফায় সংঘাতের কারণ জানা না গেলেও দর্শক আসনে থাকা আফগান সমর্থকদের পেটানোর কথা স্বীকার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গতকাল শনিবার রাতে কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে গোল দেয় ভারত। এর কিছু সময় পর আফগানিস্তান গোল শোধ করে। এ সময় গ্যালারির কয়েকজন আফগান যুবক দেশের পতাকা নিয়ে উল্লাস করেন। কিছুক্ষণ পর কয়েকজন যুবকের একটি দল তাঁদের দিকে তেড়ে যায়। একপর্যায়ে আফগানিস্তান সমর্থকদের মারতে শুরু করে তারা। এ সময় পুলিশ ভূমিকায় ছিল বলে অভিযোগ রয়েছে।

পরে আবার গোল করে ম্যাচ জেতে ভারত। এতে গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। এর মধ্যেই দেখা যায় আফগান যুবকদের চড় মারছেন ভারত সমর্থকেরা। কিন্তু এ সময় গ্যালারির দর্শকেরা এর প্রতিবাদ করে আফগান যুবকদের বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে গ্যালারিতে মারপিট বেধে যায়। পুলিশ এসে আফগান যুবকদের মাঠের বাইরে নিয়ে যায়।

খেলা শেষ হওয়ার পর মারপিট শুরু হয় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে। প্রথমে দুই পক্ষের দু-তিনজন খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে দুই দলই মারপিট শুরু করে।

প্রথমে ম্যাচ পরিচালকেরা মারপিট থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ম্যাচ পর্যবেক্ষকেরা মাঠে প্রবেশ করে দুই পক্ষের খেলোয়াড়দের সরিয়ে নিয়ে যান।

আয়োজকেরা জানিয়েছেন, কোন পক্ষের খেলোয়াড়েরা প্রথমে অপর পক্ষের ফুটবলারদের আঘাত করেছিলেন, তা খতিয়ে দেখা হবে।

কলকাতায় বহু বছর ধরে আফগানিস্তানের বেশ কিছু নাগরিক বাস করছেন। মূলত কর্মসূত্রে তাঁরা ভারতে আসেন। তাঁদের অনেকেই আফগানিস্তান থেকে খুচরা পণ্যসামগ্রী এনে কলকাতায় বিক্রি করেন। বহু বছর ধরে এই ব্যবস্থা চলে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ কলকাতার এই ক্ষুদ্র আফগান ব্যবসায়ীদের নিয়েই।