সভামঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের শিল্পশহর দুর্গাপুরে, ১৮ জুলাই ২০২৫।
সভামঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের শিল্পশহর দুর্গাপুরে, ১৮ জুলাই ২০২৫।

পশ্চিমবঙ্গে মোদির নির্বাচনী সফর, তৃণমূল হটানোর ডাক

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে আজ শুক্রবার রাজ্যে নির্বাচনী ডঙ্কা বাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের শিল্পশহর দুর্গাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় অংশ নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মোদি বলেন, বাংলা পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়, বিজেপিকে চায়।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হাজারো সমর্থকের সামনে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকারের সময় ফুরিয়ে এসেছে। বাংলায় এবার বিজেপির সরকার গঠন করতে হবে। আগামী বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখে আজকের সভায় তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার ডাক দেন তিনি।

সভামঞ্চে বক্তব্যের আগে প্রধানমন্ত্রী দুর্গাপুরে এক প্রশাসনিক অনুষ্ঠানে ৫ হাজার ৪০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

সভায় মোদি বলেন, ‘দুর্গাপুর-আসানসোলে একসময় শিল্পের গর্ব ছিল। আজ তা মুখ থুবড়ে পড়েছে। এই সরকার শিল্পকে ধ্বংস করেছে। বিজেপি ক্ষমতায় এলে আবারও শিল্পের জোয়ার আসবে। আমাদের সরকার জানমালের গ্যারান্টি দেবে। কেউ আর ছোটখাটো কাজের জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হবে না।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, একসময় গোটা দেশের মানুষ কাজের জন্য বাংলায় আসত। আজ এই বাংলার মানুষই কাজের খোঁজে অন্য রাজ্যে যায়। বিজেপি ক্ষমতায় এলে আবার সেই দিন ফিরবে।

তৃণমূল সরকারের আমলে রাজ্যে দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অভিযোগ করে মোদি বলেন, শিক্ষা খাতে দুর্নীতি আজ সর্বনাশ ডেকে এনেছে। হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। রাজ্যের সর্বত্র সিন্ডিকেটের রাজত্ব, কাটমানি (ঘুষ) সংস্কৃতি। মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিজেপির সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী

মোদি দাবি করেন, ‘কেন্দ্র থেকে পাঠানো প্রকল্পের টাকাও নয়ছয় করেছে রাজ্য সরকার। এই দুর্নীতিগ্রস্ত ও সিন্ডিকেট সরকারের অপশাসনের অবসান ঘটাতে হবে। একবার বিজেপিকে সুযোগ দিন। বাংলা বদলে যাবে। এটা আমাদের গ্যারান্টি।’

বিজেপি সব সময় বাংলা ভাষাকে সম্মান জানিয়েছে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারতের সব বিজেপি–শাসিত রাজ্যে বাংলা ভাষা সম্মানের সঙ্গে স্বীকৃত। তাই বিজেপিই এই বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে পারবে।

প্রধানমন্ত্রী মোদির অভিযোগ, এই রাজ্যে অনুপ্রবেশ এক বড় সমস্যা। বিজেপি ক্ষমতায় এলে তা কঠোরভাবে রোধ করা হবে। মুর্শিদাবাদের মতো জায়গায় দাঙ্গা যাতে না হয়, তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, তৃণমূল যত দিন থাকবে, বাংলার উন্নয়ন তত দিন থেমে থাকবে। তৃণমূল শত শত শিল্প বন্ধ করে দিয়েছে। বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছেন। বিজেপি এলে বাংলাকে আবার শিল্পে ১ নম্বর রাজ্যে পরিণত করা হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়ে পুনরায় ক্ষমতায় আসে। তখন বিজেপি পায় ৭৭টি আসন। কংগ্রেস ও বামেরা একটি আসনেও জিততে পারেনি। একটিমাত্র আসন জিতেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ।

আজ সকালে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের মতিহারে একটি জনসভায় ভাষণ দেন মোদি। সেখান থেকে তিনি দুর্গাপুরে আসেন। বিহারেও আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।