লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষার দাবিতে এ বছর মার্চে অনশন করেছিলেন সোনম ওয়াংচুক। এই ছবিটি সে সময়ে তোলা
লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষার দাবিতে এ বছর মার্চে অনশন করেছিলেন সোনম ওয়াংচুক। এই ছবিটি সে সময়ে তোলা

গ্রেপ্তার সোনম ওয়াংচুক, লাদাখে উত্তেজনা

তিন দশকের বেশি সময় ধরে শিক্ষা সংস্কারক ও জলবায়ুকর্মী হিসেবে পরিচিত সোনম ওয়াংচুক লাদাখের জটিল রাজনীতিতে জড়িয়ে পড়েন। লাদাখের জন্য আলাদা রাজ্যের মর্যাদা এবং ভূমি, চাকরি ও সংস্কৃতির সুরক্ষার দাবিতে আন্দোলন করায় শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করেছে। 'থ্রি ইডিয়টস' সিনেমার র‍্যাঞ্চো চরিত্রটি তাঁর অনুপ্রেরণায় তৈরি। ৫৯ বছর বয়সী ওয়াংচুক ২০১৯ সাল থেকে লাদাখের পরিবেশ রক্ষায় আন্দোলন করছেন।