Thank you for trying Sticky AMP!!

৮ বছরের শিশুর ৬০ কেজি ভারোত্তোলন

৮ বছরের আরশিয়ার ৬০ কেজি ভারোত্তোলন

আরশিয়া গোস্বামীর বয়স আট বছর। ভারোত্তোলনের ক্ষেত্রে তার যে সক্ষমতা, তা দিয়ে ইন্টারনেট দুনিয়ায় নাড়া দিয়েছে সে। ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলার এই শিশু সম্প্রতি ৬০ কেজি ভারোত্তোলন করে তাক লাগিয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আরশিয়া ৬০ কেজি ভারোত্তোলন করছে। একবারের চেষ্টাতেই সে সফল। ভারোত্তোলনের পর কিছুক্ষণ ধরে রেখে সেটি ফেলে দিচ্ছে। এরপর ক্যামেরার দিকে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে আসছে আরশিয়া। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখনো অনেক ছোট এবং শক্তিশালী এক মেয়েশিশু।’

চার দিন আগে আরশিয়ার এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ২৩ হাজারের বেশি। আর ভিডিওটি দেখা হয়েছে আড়াই লাখের বেশি বার। এর মন্তব্যের ঘরে অনেকে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, কী উদ্যম, আত্মবিশ্বাস। আরেকজন লিখেছেন, ‘একদিন ভারত তোমাকে নিয়ে গর্ব করবে।’ তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, ‘তোমার প্রতি অগাধ শ্রদ্ধা। অনেকে প্রাপ্তবয়স্ক এই পরিমাণ ভারোত্তোলন করতে পারবে না।’

অলিম্পিকে অংশ নিতে চায় আরশিয়া। সেই পথেই এগিয়ে চলেছে সে। এ জন্যই নিয়মিত ভারোত্তোলন। ছয় বছর বয়সে ২০২১ সালে ৪৫ কেজি ভারোত্তোলন করে ভারতে পদক জিতেছিল সে। আর এই অসাধারণ কাজের জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে তার।