কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের নাম বদল করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার
কলকাতার বিখ্যাত স্টার থিয়েটারের নাম বদল করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার

১৪১ বছরের অপেক্ষার অবসান

কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম বদলে রাখা হলো বিনোদিনী থিয়েটার

কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার। ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসীর নামে থিয়েটারটির নতুন নাম রাখা হলো।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে এক প্রশাসনিক বৈঠক শেষে সমাবেশে নাম পরিবর্তনের এই ঘোষণা দেন। তিনি বলেন, নারীদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রেক্ষাগৃহের নাম ‘স্টার’ বদলিয়ে ‘বিনোদিনী থিয়েটার’ করা হলো। নাম পরিবর্তনসংক্রান্ত দাপ্তরিক কাজ করবেন কলকাতা করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম।

আজ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই স্টার থিয়েটারের প্রধান ফটকে নতুন নামফলক লাগানো হয়েছে।

অভিনেত্রী বিনোদিনী দাসীর নামে স্টার থিয়েটারের নাম বদল করার জন্য অতীতে বারবার দাবি উঠেছে। কিন্তু তা আমলে নেওয়া হয়নি। অবশেষ দাবি পূরণ হওয়ায় সাংস্কৃতিক অঙ্গন খুশি।

বিনোদিনী দাসীর জন্ম ১৮৬৩ সালে। তিনি ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের বিখ্যাত অভিনেত্রী। মাত্র ১২ বছরের অভিনয়জীবনে তিনি বিপুল সাফল্য অর্জন করেন। ১৯৪১ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। সে সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীকে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করতে অনুরোধ করেছিলেন। বলা হয়েছিল, তাঁর নামেই রাখা হবে থিয়েটারের নাম।

বিনোদিনী থিয়েটারের নামফলক লাগানো হচ্ছে

বিনোদিনী তাঁর ভক্ত গুর্মুখ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা তুলে তা দিয়েছিলেন স্টার থিয়েটার তৈরির জন্য। সেই টাকায়ই শুরু হয় থিয়েটার তৈরির কাজ। থিয়েটার উদ্বোধনের কয়েক সপ্তাহ আগে বিনোদিনী জানতে পারেন যে ‘নাম’ পাল্টে গেছে। তৎকালীন কলকাতার ‘ভদ্র সমাজের’ আপত্তির কারণে বিনোদিনীর নামে থিয়েটারটির নাম রাখা সম্ভব হয়নি।

অর্থ দিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী নিজের নামে থিয়েটারের নাম না রাখায় আঘাত পেয়েছিলেন অভিনেত্রী বিনোদিনী দাসী। এ ‘প্রতারণা’ ও ‘বঞ্চনা’র কথা তিনি তাঁর আত্মজীবনী ‘আমার কথা’য় লিখেছেন।

১৮৮৮ সালে স্টার থিয়েটার বিডন স্ট্রিট থেকে সরিয়ে হাতিবাগানে নিয়ে আসা হয়। সেখানে স্টার থিয়েটার তৈরির পেছনে ছিল তৎকালীন নাট্যব্যক্তিত্ব অমৃতলাল বসু, ধর্মদাস সুরদের অবদান। নতুন ঠিকানায় স্টার চলে এলে অভিমানে সেখানে কখনো অভিনয় করেননি বিনোদিনী দাসী।

২০০৪ সালে এই স্টার থিয়েটার নতুন করে গড়া হয়। তখন থিয়েটার প্রযোজক গণেশ মুখোপাধ্যায় এই থিয়েটারের নাম বদল করে ‘নটী বিনোদিনী’র নামে করার দাবি তুলেছিলেন। এরপর নানা সময়ে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা এই থিয়েটারের নাম পরিবর্তন করে বিনোদিনীর নামে রাখার দাবি জানান।