Thank you for trying Sticky AMP!!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

গাজায় ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে: নেতানিয়াহু

গাজায় কয়েক মাসের যুদ্ধে ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। যদিও তা জানাতে গিয়ে নেতানিয়াহু ফিলিস্তিনি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন।

গতকাল রোববার জার্মানির একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। তখন তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধে যেসব মানুষের প্রাণ গেছে, তাদের মধ্যে অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ রয়েছে।

তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যা করার বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি নেতানিয়াহু।

Also Read: আবারও রাফায় হামলা জোরদার ইসরায়েলের

সাক্ষাৎকারে ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের রাফায় আক্রমণ অব্যাহত রাখার কথা জানান নেতানিয়াহু। শহরটিতে প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি অভিযানের পরিধি বাড়ানো হামাসকে প্রতিহত করার মূল চাবিকাঠি।

ইসরায়েলি বাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা বিজয়ের খুব কাছে রয়েছি। রাফায় এখনো টিকে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করলে, সেটা মাত্র কয়েক সপ্তাহের প্রশ্ন।’

Also Read: গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন

গাজায় টানা পাঁচ মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর ইসরায়েলের হামলায় সেখানে অন্তত ৩১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। বেশির ভাগই নারী ও শিশু। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

Also Read: যুদ্ধবিরতির আলোচনা: সমঝোতা ছাড়াই মিসর ছাড়তে হলো হামাসকে

Also Read: ইসরায়েলের হামলার মধ্যেই গাজায় পবিত্র রমজানের প্রস্তুতি