অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

সাইবার হামলায় ইরানের ৭০% পেট্রলপাম্প বন্ধ

ইরান
ছবি: রয়টার্স

ইরানজুড়ে পেট্রলপাম্পে সাইবার হামলা চালিয়েছে একটি হ্যাকার দল। দলটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছে ইরান। ওই সাইবার হামলার কারণে গতকাল সোমবার দেশজুড়ে পেট্রলপাম্পে জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

তেলমন্ত্রী জাভেদ ওজি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিদেশি হস্তক্ষেপের কারণে প্রায় ৭০ শতাংশ পেট্রলপাম্পের সেবা ব্যাহত হয়েছে। সাইবার হামলার জন্য প্রিডাটরি স্প্যারো গ্রুপকে দায়ী করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে প্রিডাটরি স্প্যারো গ্রুপ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিবৃতিটি প্রচার করেছে। এতে বলা হয়, জরুরি পরিষেবা খাতের সম্ভাব্য ক্ষতি এড়াতে নিয়ন্ত্রিত উপায়ে এ সাইবার হামলা চালানো হয়েছে।

ইরানের সাইবার নিরাপত্তা দেখভাল করে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি। হামলার ঘটনা তদন্ত করেছে তারা। এর পেছনে সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, এর আগেও দেশের পেট্রল পাম্প, রেল নেটওয়ার্ক ও ইস্পাত কারখানায় হ্যাকার গ্রুপটি সাইবার হামলা চালিয়েছিল।

২০২১ সালে ইরানে প্রথমবার পেট্রল পাম্পে বিভ্রাটের ঘটনা ঘটে। ওই সময় ইরানজুড়ে ভয়াবহ সাইবার হামলা চালানো হয়। এতে পেট্রলপাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

জ্বালানির দাম সহনীয় রাখতে মোটা অঙ্কের ভর্তুকি দেয় ইরান। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তারা।

শেষ গতকাল সাইবার হামলা চালানো হয়, যে কারণে পেট্রলপাম্পগুলোয় বিভ্রাট দেখা দেয়। সবচেয়ে বেশি সংকট দেখা গেছে রাজধানী তেহরানে। এ কারণে সেখানকার পাম্পগুলো সনাতনী পদ্ধতিতে পরিচালনা করতে হয়েছে। ইরানের পেট্রল স্টেশন অ্যাসোসিয়েশনের মুখপাত্র রেজা নাভার বলেন, সফটওয়্যারের ঝামেলার কারণে পাম্পে বিভ্রাট দেখা দিয়েছে।