Thank you for trying Sticky AMP!!

সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলি যুদ্ধ বিমান

সিরিয়ায় আজ রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গতকাল শনিবার রাতভর ইসরায়েল–নিয়ন্ত্রিত গোলান মালভূমি এলাকায় সিরিয়ার রকেট হামলার জবাবে এমন পদক্ষেপ নিয়েছে তারা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজধানী দামেস্কের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাতভর সিরিয়া থেকে গোলান মালভূমির দিকে ছয়টি রকেট ছোড়ার পর সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল বলেছে, রকেট উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে গোলা নিক্ষেপ ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া সিরিয়ার একটি সামরিক স্থাপনা, সামরিক রাডার ব্যবস্থা এবং গোলন্দাজ বাহিনীর চৌকিগুলোতে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।

এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি হামলার জবাব দিয়েছে এবং ইসরায়েলের বেশ কিছু–সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মন্ত্রণালয়টি আরও বলেছে, হামলায় কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুধু কিছু সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে সিরিয়ার ভূখণ্ড থেকে রকেট ছোড়ার পর ইসরায়েল–নিয়ন্ত্রিত গোলান মালভূমির কাছের শহরগুলোতে সতর্কসংকেত বাজানো হয়। তবে এ হামলা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলিরা গোলান মালভূমি দখল নেয় এবং ১৯৮১ সালে ১ হাজার ২০০ বর্গ কিলোমিটারের এলাকাটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই ইসরায়েলের এ পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শুধু তিনটি রকেট ইসরায়েল–নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছাতে পেরেছে। এর মধ্যে দুটি রকেট খোলা জায়গায় পড়েছে এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অপরটিকে ঠেকিয়ে দেওয়া হয়েছে।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, ইরান–সমর্থিত ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডস এ রকেট হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট হামলা হয়েছে। জবাবে লেবানন ও গাজায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল।