Thank you for trying Sticky AMP!!

ভূমিকম্পে শুধু সিরিয়াতেই মারা গেছে ২৩৭ জন

সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবন

শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কমপক্ষে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬৩৯ জন। এক বিবৃতিতে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে এএফপির প্রতিবেদনে বলা হয়, তুর্কিপন্থী বিদ্রোহীদের এলাকাগুলোতেও আটজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ–পূর্বাঞ্চলীয় তুরস্ক। ভূমিকম্পে প্রতিবেশী দেশ সিরিয়াও কেঁপে ওঠে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলেপ্পো, লাতাকিয়া, হামা ও টারটাসে ৬৩৯ জন আহত এবং ২৩৭ জন নিহত হয়েছে।

Also Read: শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা বাড়ছে

এর আগে একটি হাসপাতাল সূত্র এএফপিকে বলেছে, সিরিয়ায় তুর্কিপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। সব মিলে সিরিয়ায় ভূমিকম্পে ২৪৫ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি।

Also Read: তুরস্ক ও সিরিয়াকে সাহায্য করতে চান বাইডেন

Also Read: ভূমিকম্পের বিপর্যয় একসঙ্গে কাটিয়ে উঠব: এরদোয়ান