Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পবিত্র রমজান মাস শুরুর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।

ফিলাডেলফিয়ায় গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন বাইডেন। এ সময় বাইডেন যুদ্ধবিরতি না হলে পূর্ব জেরুজালেমে সহিংসতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন।

Also Read: রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে তা খুব বিপজ্জনক হতে পারে: বাইডেন

এর আগে বাইডেন রোজা শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরে তাঁর প্রত্যাশার কথা বলেছিলেন। বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে।

বাইডেন আরও বলেছিলেন, যুদ্ধবিরতির চুক্তি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে। তাঁর কথায়, ‘রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি বর্তমান পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুব খুব বিপজ্জনক হতে পারে।’

Also Read: যুদ্ধবিরতি নিয়ে ছলচাতুরী করছেন জো বাইডেন

চান্দ্রমাসের ওপর নির্ভর করে ১০ বা ১১ মার্চ রমজান মাস শুরু হবে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল।

Also Read: গাজায় ত্রাণ পাঠাতে বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র