
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে মুক্তি দেওয়ার জন্য সম্ভাব্য জিম্মিদের নামের তালিকা প্রকাশ করতে ‘কারিগরি সমস্যার’ কথা জানিয়েছিল হামাস। অবশেষে সংগঠনটির পক্ষ থেকে মুক্তি দেওয়া হবে এমন তিনজন জিম্মির নাম জানানো হয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা বলেন, জিম্মি মুক্তির চুক্তির শর্ত অনুযায়ী আমরা আজ তিনজনকে মুক্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছি। তাঁরা হলেন—রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দোরোন স্টেইনব্রিচার (৩১)।
টেলিগ্রাম পোস্টে আজ রোববার হামাসের ওই মুখপাত্র জানান, এই উদ্যোগ কয়েক ঘণ্টা ধরে আটকে থাকা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পথ খুলে দেবে।
ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি হামাস—এই কারণ দেখিয়ে যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করছে ইসরায়েল।
উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আজকের হামলায় ২৫ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।