ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ।
প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার আইএনএ এ খবর প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে, আল-কুত শহরের একটি পাঁচতলা ভবন রাতের আঁধারে দাউ দাউ করে জ্বলছে এবং অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ওই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
আগুনের সূত্রপাত স্থানীয় সময় গত বুধবার রাতের দিকে, প্রথম তলায় একটি এসি বিস্ফোরণের মাধ্যমে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ৪৫ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে ভিড় করছেন অসংখ্য মানুষ।
ফরেনসিক বিভাগে কয়েকজনের পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করা গেছে। ৫১ বছর বয়সী আলী কাজিম জানান, তাঁর চাচাতো ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন সন্তান নিখোঁজ। হাসপাতাল আর শপিং মলের ধ্বংসস্তূপের মধ্যে ছুটে বেড়াচ্ছেন তিনি।