গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর খান ইউনিসে ইসরায়েলের হামলায় আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ১ জুন ২০২৫
গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর খান ইউনিসে ইসরায়েলের হামলায় আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ১ জুন ২০২৫

রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ৩০

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ডব্লিউএএফএ এবং হামাস সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আজ রোববার এ খবর দিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে প্রকাশিত ওই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ডব্লিউএএফএ হামলায় ১১৫ জনের বেশি ফিলিস্তিনি আহত হওয়ার খবরও দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার–ভিত্তিক মার্কিন সংস্থা জিএইচএফকে ইসরায়েলও সমর্থন দেয়। সংস্থাটি সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিতর্ক আছে।

ত্রাণ বিতরণের আগে যাচাই–বাছাইয়ের জন্য ইসরায়েল যে বায়োমেট্রিকসহ বিভিন্ন ধরনের যাচাই-পদ্ধতি চালু করবে বলে জানিয়েছে, তার নিরপেক্ষতা নিয়ে কিছু ফিলিস্তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এ পদ্ধতির মাধ্যমে ত্রাণপ্রাপ্তদের যাচাই করে হামাস-সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে বাদ দেওয়া সম্ভব হবে।

এর আগে ২৮ মে হামাস গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলার অভিযোগ তুলে বলেছিল, হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। তবে ত্রাণ সংস্থাটি পরে সেই অভিযোগ অস্বীকার করেছিল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ত্রাণ বিতরণকেন্দ্রে হাজারো ফিলিস্তিনি ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাঁটির বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়।