ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। ইরানের রাজধানী তেহরানে, ১৩ জুন ২০২৫
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। ইরানের রাজধানী তেহরানে, ১৩ জুন ২০২৫

তেহরানে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী দূতকে তলব করেছে ইরান

ইসরায়েলের হামলার প্রতিবাদে তেহরানে যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্বকারী দেশ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনের ঘটনায় গভীর ক্ষোভ ও কঠোর প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়েও কঠোর আপত্তি জানিয়েছে।

শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্তত ২০ জন কমান্ডার নিহত হয়েছেন। মোট নিহত হয়েছেন অন্তত ৭৮ জন আর আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি।

ইসরায়েল জানিয়েছে, ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের শতাধিক নিশানায় হামলা চালানো হয়েছে।

হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ১০০টির মতো ড্রোন ছোড়ে। ধারণা করা হচ্ছে, প্রায় সব ড্রোনই নিশানায় আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন।