গভীর রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গভীর রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ৯ মে তোলা
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার গভীর রাতে চালানো ওই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই সংখ্যা জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা—জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হয়েছেন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও।

এবারের হামলায় ইসরায়েলের ৪০টি যুদ্ধবিমান ও ড্রোন অংশ নিয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে, হামলা চালানো হয়েছে গাজার অন্তত ১০টি স্থাপনায়। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ইসরায়েলি হামলার পর গাজার মধ্যাঞ্চলের আবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা যায়।

৩ জন জিহাদি নেতা ও ৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে বলেন, এ জন্য ইসরায়েলকে চড়া মূল্য চোকাতে হবে। বিমান হামলা চালিয়ে জিহাদি নেতাদের হত্যা করার মধ্য দিয়ে দখলদারদের নিরাপত্তা জোরদার হবে না। বরং এতে প্রতিরোধ আরও বাড়বে।

২০০৭ সাল থেকে গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২৩ লাখ মানুষের বসবাস সেখানে। এসব ফিলিস্তিনির ৪৫ শতাংশ বেকার। আর ৮০ শতাংশ আন্তর্জাতিক সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘ সূত্রে এসব তথ্য জানা গেছে।