Thank you for trying Sticky AMP!!

মন্ত্রিসভা গঠন করলেন পেরুর প্রেসিডেন্ট

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিও

পেরুর নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিও তাঁর নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে মধ্যপন্থী অর্থনীতিবিদ পেড্রো ফ্রাঙ্কের নাম ঘোষণা করেছেন। গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন। এর আগে কাস্তিলিও তাঁর ফ্রি পেরু পার্টির কয়েকজন সদস্যকে মন্ত্রিসভার কয়েকটি পদের জন্য নাম ঘোষণা করেন।

কাস্তিলিও পেরুর প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কুজকো আন্দিয়ান শহরের কট্টরপন্থী রাজনীতিবিদ গুইদো বেলিডোকে। অবশ্য বেলিডো পেরুর রাজধানী লিমাতে খুব বেশি পরিচিত নন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে বেলিডোর নাম ঘোষণার পর দেশটির বন্ড ও শেয়ারবাজারে ধস নামে। বিনিয়োগকারীরা মস্ত্রিসভার আরও মধ্যপন্থীদের নিয়োগের প্রত্যাশা করছিলেন। পেড্রো ফ্রাঙ্ককে নিয়োগের মাধ্যমে বাজারে ইতিবাচক বার্তা দিলেন কাস্তিলিও।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেরুর নবনির্বাচিত প্রধানমন্ত্রী গুইডো শুক্রবারেই পেড্রো ফ্র্যাঙ্ককে তাঁর সমর্থন দিয়েছিলেন। পেড্রো আগে থেকেই কাস্তিলিওর শীর্ষ পরামর্শক হিসেবে কাজ করে আসছিলেন। গত নির্বাচনে কাস্তিলিওকে নির্বাচনে জেতাতে কাজ করেছে পেড্রো ভাবমূর্তি। কাস্তিলিওর মন্ত্রিসভায় খনিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন স্বল্প পরিচিত মাইনিং বিশেষজ্ঞ ইভান মেরিনো।

বেলিডো টুইটারে বলেন, ‘পেড্রোকে আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা নীতির জন্য পূর্ণ সমর্থন জানাই। আমরা দেশের জন্য একসঙ্গে কাজ করব।’