ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো

মাদুরোকে নিয়ে কাবেলোর সঙ্গে যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের

মার্কিন অভিযানে মাদুরোকে তুলে নেওয়ার আগে ও পরেও ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ রেখেছিল। মাদক পাচারের অভিযোগ থাকলেও কাবেলোকে ধরা হয়নি। সামরিক ও গোয়েন্দা বাহিনীর উপর কাবেলোর ব্যাপক প্রভাব থাকায় যুক্তরাষ্ট্র তাঁকে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মনে করছে, যদিও তাঁর ক্ষমতাচ্যুতির আশঙ্কাও রয়েছে। মাদুরো অপসারণের পরও কাবেলোই ক্ষমতার মূল ভরকেন্দ্র।