
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল এক যুগ পূর্তি উপলক্ষে যুগপদার্পণ প্রীতি সম্মিলন করেছে। ১১ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে যুগপদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক পূরবী বসু।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আলী রিয়াজকে সম্মাননা জানানো হয়েছে। আলী রিয়াজের হাতে সম্মাননা তুলে দেন ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং। জ্যোতিপ্রকাশ দত্তের হাতে সম্মাননা তুলে দেন ২০১৭ সালে আজকাল সম্মাননাপ্রাপ্ত ড. নুরুন নবী।
সম্মাননা গ্রহণ করে ড. আলী রিয়াজ বলেন, ‘প্রতিটি সম্মাননা কোন না কোন গুরুত্ব বহন করে। আজকালের দেওয়া সম্মাননা গ্রহণ করে আজ আমি সত্যিই আনন্দিত।’
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাপ্তাহিক আজকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের সাইটেশন তুলে দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। বক্তব্যে তিনি সাপ্তাহিক আজকাল–এর ভূয়সী প্রশংসা করে বলেন, বহু বছর ধরে আজকালকে চিনি এবং জানি। কমিউনিটির গণমাধ্যমগুলো নিজ নিজ দেশের প্রবাসীদের পথ দেখাতে দারুণভাবে কাজ করছে। এ ছাড়া সাপ্তাহিক আজকালকে স্টেট সিনেটের পক্ষ থেকে সিনেটর জন ল্যু এবং ব্রুকলিন ও কুইন্স বোরো প্রেসিডেন্টের পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাপ্তাহিক আজকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশ জাকারিয়া মাসুদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, সাপ্তাহিক আজকাল–এর ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, উপদেষ্টা সম্পাদক গোলাম মোর্তোজা, নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন, বাণিজ্যিক প্রধান আবু বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা, লেখক ও মূলধারার রাজনীতিক ড. নুরুন নবী, স্টেট সিনেটর জন ল্যু, কাউন্সিলম্যান কস্টা কনস্টান্টিনিডস, অ্যাসেম্বলিওম্যান ক্যাটরিনা ক্রুজ, কুইন্স ও ব্রুকলিন বোরো প্রেসিডেন্টের প্রতিনিধি বক্তৃতা করেন।
জাকারিয়া মাসুদ বলেন, ১১ বছর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে সাপ্তাহিক আজকাল যাত্রা শুরু করেছিল। সেই থেকে দীর্ঘ ১১ বছর নিরবচ্ছিন্নভাবে আজকাল প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকা সব সময় চেষ্টা করেছে নতুন কিছু নিয়ে পাঠকের সামনে হাজির হওয়ার।
জাকারিয়া অনুষ্ঠানের অতিথি, বিজ্ঞাপনদাতা, স্পনসর, লেখক, পাঠকসহ, আজকাল পরিবারের সাবেক ও বর্তমান সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
যুগপদার্পণ প্রীতি সম্মিলন শুরু হয় তপন মোদক ও নিয়াজ মোর্শেদের তবলা এবং সেতারের লহরি দিয়ে। এ ছাড়া ছিল বাংলাদেশ পারর্ফমিং আর্টসের (বাপা) পরিবেশনায় নৃত্যায়োজন। কবিতা আবৃত্তি করেন জেবিন হাই। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী অনিমা ডি কস্টা ও শাহ মাহবুব। অনুষ্ঠানের মিউজিকে ছিল মাটি ব্যান্ড ও সাউন্ডে ছিল সাউন্ড গিয়ার।
অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক, লেখক, কবি, আজকাল–এর বিজ্ঞাপনদাতা, মূলধারার রাজনীতিক ও সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।