আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা ও মানববন্ধন

প্রতিবাদী সভা ও মানববন্ধনে কুষ্টিয়া জেলা সমিতির নেতৃবৃন্দ
প্রতিবাদী সভা ও মানববন্ধনে কুষ্টিয়া জেলা সমিতির নেতৃবৃন্দ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আবু মুসা। সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সভাপতি মো. রাশেদুল আলম, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি আব্দুল মমিন বিশ্বাস, সহসভাপতি কাজী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক আম্বিয়া অন্তরা, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ যুবায়ের, সদস্য এম ইসলামসহ সমিতির সদস্য ও নিউইয়র্কের স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

সভা থেকে আবরার হত্যার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার, বুয়েট উপাচার্য ও সংশ্লিষ্ট হল প্রভোস্টের অপসারণের দাবি জানানো হয়। কুষ্টিয়ার সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। পরে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।