বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে আবরার হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া ১১ অক্টোবর জুমার নামাজ শেষে আবরারের বিদেহী আত্মার শান্তি কামনায় নিউইয়র্কের মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়।
আবরার হত্যার প্রতিবাদে নিউইয়র্কপ্রবাসী বুয়েটের সাবেক শিক্ষার্থীরা ১২ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তাঁরা আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন। এই সমাবেশের আয়োজকদের মধ্যে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিউইয়র্কের রনি, ফৌজিয়া (কুমো), শরীফ রহমান, আরিফ রহমান, কামার জামান ও জিয়া হায়দার উল্লেখযোগ্য।
আবরার হত্যার প্রতিবাদে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’ ১১ অক্টোবর রাতে নিউইয়র্কের জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউয়ের একটি পার্টি হলে এক সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল। সভায় বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস খান, নিউজার্সি বিএনপি নেতা নূরল ইসলাম, আবুল কালাম, জামাল হোসেন, হোসেন পাঠান বাচ্চু, রেজাউল হক, আকবর এ আবেদীন, মজিবর রহমান, আলী দোনার, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করে নিউইয়র্কের প্রবাসী নাগরিক সমাজ। ১২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করে নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আবরার ফাহাদের হত্যা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বড় আঘাত। গণতন্ত্রের অনুপস্থিতি বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে পুরো দেশকে দখলে নিতে চায় প্রতিবেশী দেশ। বক্তারা ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান।
মুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শওকত আলী, মুক্তিযোদ্ধা মেজর (অব.) ড. ওয়াজি উল্লাহ, কমিউনিটি অ্যাকটিভিস্ট গিয়াস আহম্মেদ, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর রিস্টোরিং ডেমোক্রেসি ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইমরান আনসারী, কমিউনিটি অ্যাকটিভিস্ট হুসনে আরা বেগম, জসীম উদ্দিন ভূঁইয়া, মো. শাহাদাত হোসেন রাজু প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবনেতা আবু সাঈদ আহমদ, আমান হোসেন আমান, মনিরুল ইসলাম মুনীর, মাসুম আহমদ, সোহেল আহমদ ও ফারজানা আক্তার। এ ছাড়া নিউইয়র্কের বিভিন্ন কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন।