Thank you for trying Sticky AMP!!

করোনার টিকা নিয়ে আশার কথা ফাউসির

অ্যান্টনি ফাউসি। রয়টার্স ফাইল ছবি।

পৃথিবী থেকে করোনাভাইরাস একেবারে নির্মূল করা সম্ভব হবে না। রয়টার্সকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। তবে আশার কথাও শুনিয়েছেন তিনি। বলেছেন, টিকা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

ইউটিউবে পোস্ট করা ওই সাক্ষাৎকারে ফাউসি বলেন, করোনাভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। আমি মনে করি না আমরা এই ভাইরাস পৃথিবী থেকে নির্মূল করতে পারব। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এবং টিকা পেলে আমরা এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারব।

ফাউসি বলেন, ‘আশা করি, ২০২১ সালের মধ্যে আমরা টিকা পেয়ে যাব। করোনা নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও কিছু সময় লাগবে। আমরা অবশ্যই এটা করতে পারব।’

টিকা নিয়ে পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীন। রাশিয়া দাবি করেছে, তারা গণহারে টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি আশা প্রকাশ করেন, রাশিয়া ও চীন মানবদেহে প্রয়োগের আগে ‘ভ্যাকসিন সত্যিকার অর্থেই পরীক্ষা’ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন ‘নিরাপদ ও কার্যকর’ হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে। ফাউসি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে ভ্যাকসিন তৈরির দিক থেকে কোনো দেশ আমাদের চেয়ে এগিয়ে আছে। কিংবা এই ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে হবে।’