গুগলকে সতর্ক করলেন ট্রাম্প

গুগলসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ট্রাম্প অভিযোগ করে বলেন, গুগলসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো খুব অস্থিরতা সৃষ্টি করছে।

সরাসরি সার্চ জায়ান্ট গুগলের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গুগল তাদের সার্চে তাঁর বিরুদ্ধে সাজানো ফলাফল দেখায়। যত বাজে ও নেতিবাচক ফল সেখানে দেখানো হয়।

ট্রাম্প বলেন, গুগল সার্চে ট্রাম্প নিউজ সার্চ দিলে যতসব বাজে খবর উঠে আসে। ভুয়া নিউ মিডিয়া প্রতিবেদনগুলো সেখানে দেখানো হয়। তিনি আরও বলেন, ‘গুগল সার্চের খবরগুলো আমার বা অন্যদের জন্য কারসাজি করা যাতে প্রায় সব খারাপ খবর দেখানো হয়।’

অবশ্য ট্রাম্পের কথার প্রতিবাদ করেছেন গুগলের মুখপাত্র ক্রিস্টাল ঢালেন। তিনি বলেন, গুগল সার্চ ব্যক্তিবিশেষে পার্থক্য হতে পারে। কারণ, এতে যে অ্যালগরিদম ব্যবহার হয়, তা পরিবর্তনশীল। বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে সার্চ ইঞ্জিন সার্চ ফল দেখায়। এর মধ্যে সার্চ হিস্টোরি, ব্যক্তিগত পছন্দ, নিকটের জিনিসপত্র, ব্রাউজার ও ডিভাইসের ধরন উল্লেখযোগ্য। তবে নিউজ স্টোরি বা খবরের ক্ষেত্রে অধিকাংশ মানুষ একই ফল দেখতে পান। অতীতে কিসে মানুষ ক্লিক করেছেন, তার ওপর নির্ভর করে নিউজ সার্চ বদলায় না। তবে অবস্থান ও সময় কাটানোর ওপর নির্ভর করে ফল আলাদা হতে পারে।

অবশ্য গতকাল ট্রাম্পের ওই মন্তব্য করার সময় গুগল নিউজে প্রথম যে খবরটি দেখানো হচ্ছিল, তা ট্রাম্পের প্রিয় ফক্স নিউজের। অন্যান্য খবরের মধ্যে ছিল সিএনএন, এবিসি নিউজ, দ্য ইন্ডিপেনডেন্ট ও দ্য নিউ ইয়র্কারের।

ট্রাম্পের টুইটের স্ক্রিনশট।

গুগল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তাদের সার্চ ইঞ্জিন কোনো রাজনৈতিক আদর্শ প্রচারের উদ্দেশ্যে নকশা করা হয়নি। এর বদলে ব্যবহারকারীর সার্চের ফল দেখাতে উচ্চমানসম্পন্ন কনটেন্ট তৈরির জন্য এটি তৈরি করা হয়েছে।

গুগল সার্চ বারে যখন কেউ কোনো কিছু খুঁজতে টাইপ করেন, তিনি যেন প্রাসঙ্গিক জবাব মুহূর্তের মধ্যে পেয়ে যান, সেটাই লক্ষ্য গুগলের। সার্চ কোনো রাজনৈতিক এজেন্ডা সেট করার জন্য ব্যবহৃত হয় না এবং কোনো রাজনৈতিক আদর্শের প্রতি পক্ষপাত দেখানো হয় না। গুগল সার্চকে উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। রাজনৈতিক আবেগের বশবর্তী হয়ে কোনো সার্চ ফলকে তুলে ধরা হয় না।

পেজর‍্যাঙ্ক নামের একটি সিস্টেমের মাধ্যমে গুগল সার্চের শীর্ষে খবরগুলো আসে। ওয়েবসাইটের গুরুত্ব অনুযায়ী লিংকের মান ও সংখ্যা অনুযায়ী পেজ র‍্যাঙ্ক করা হয়।

ট্রাম্পের ওই মন্তব্য গুগলের সঙ্গে ট্রাম্পের লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

হোয়াইট হাউসের আর্থিক পরামর্শক ল্যারি কুডলো বলেছেন, ট্রাম্পকে নিয়ে গুগলের সার্চ ইঞ্জিনের আসা খবরগুলোকে নিয়ন্ত্রণের বিষয়টি ভাবছেন তাঁরা। এ ছাড়া ফেডারেল রেগুলেশন আরোপের কথাও ভাবা হচ্ছে।

গুগলে ৯৬ শতাংশ খবর ট্রাম্পবিরোধী বলে টুইটে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।