জন্মবার্ষিকীতে শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দ। ৩ এপ্রিল শহীদ জননী জাহানারা ইমামের ৯১তম জন্মবার্ষিকী ছিল।
শহীদ জননী জাহানারা ইমামের জন্মবার্ষিকী উপলক্ষে ওই দিন বেলা তিনটায় টেলি কনফারেন্সে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় নেতারা শহীদ জননী জাহানারা ইমামকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাখতে শহীদ জননীর অবদান সব সময় নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
নেতারা নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া বাংলাদেশিদের আত্মার শান্তি কামনা করেন এবং যারা অসুস্থ আছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। সংগঠনের সহসভাপতি নাজনিন সিমন ও সাধারণ সম্পাদক স্বীকৃত বড়ুয়া করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সুস্থ হয়ে ওঠায় সবাই সন্তোষ প্রকাশ করেন।
সভায় বক্তারা আরও বলেন, করোনা মহামারিতে বাংলাদেশের জনগণ যখন ঘরবন্দী, সেই সুযোগকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধবিরোধীরা বাংলাদেশে নতুন নামে রাজনৈতিক দল গঠন করে আত্মপ্রকাশ করার অপচেষ্টা চালাচ্ছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপটার প্রবাসে এবং দেশে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদা প্রস্তুত।
নেতৃবৃন্দ বলেন, যে মাটিতে ৩০ লাখ বুকের রক্ত মিশে আছে, যে মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় শহীদ জননী আমরণ সংগ্রাম করে গেছেন, সে মাটিতে জামায়াতে ইসলামী যে নামেই বা যে ভাবেই আসুক না কেন, তাদের বিতাড়িত করা হবে। নেতৃবৃন্দ সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যমেও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভায় ঢাকায় কেন্দ্রীয় কমিটিকে ত্রাণ কার্যে আর্থিক সহযোগিতা এবং নিউইয়র্কেও বাঙালিদের কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
টেলি কনফারেন্সের মাধ্যমে নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের এই সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সভাপতি নুরুন নবী, সদস্য শফী চৌধুরী হারুন, সাংবাদিক কৌশিক আহমেদ, শীতাংশু গুহ ও নিনি ওয়াহেদ, সহসাধারণ সম্পাদক শুভ রায় ও আহনাফ আলম, দপ্তর সম্পাদক রুপা খানম, সাংস্কৃতিক সম্পাদক সেমন্তী ওয়াহেদ, জেবু চৌধুরী, আলপনা গুহ প্রমুখ।