
ফিনটেক ক্যাটাগরির আওতায় ফামাক্যাশ লিমিটেড আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছে।
১২ অক্টোবর তৃতীয়বারের মতো রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই জাতীয় আইসিটি পুরস্কার সম্মেলনের আয়োজন করে। চলতি বছর বেসিস ১০৫টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বীকৃতি দিয়েছে।
মোবাইল মানি অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশনে ফামাক্যাশ অভিনব বৈশিষ্ট্যের জন্য জাতীয় আইসিটি পুরস্কার ২০১৯ জিতেছে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবিরের কাছ থেকে ফামাক্যাশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ফামাক্যাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান সাইফুল খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ফামাক্যাশ আগামী নভেম্বরে ভিয়েতনামের হা লং এলাকায় অনুষ্ঠিতব্য এপিকটা অ্যাওয়ার্ড ২০১৯ এ প্রতিযোগিতা করার জন্য বেসিস কর্তৃক মনোনীত হয়েছে।
বাংলাদেশ-আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা ফামাক্যাশ ২০১৫ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়। ফামাক্যাশ বিশ্বব্যাপী ফিনটেক সংস্থা হিসেবে বিকশিত হচ্ছে।