
তিন নারীকে পীড়নের অভিযোগ ওঠার পর নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, তিনি পদত্যাগ করবেন না। তবে আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। অনেকটাই প্রথাগতভাবে তিনি লোকজনের সঙ্গে কথা বলেছেন, স্পর্শ করেছেন। এসব নিয়ে গভর্নর কুমো খুবই বিব্রত এবং জীবনের জন্য একটি শিক্ষা হয়েছে।
সম্প্রতি তিনজন নারী যুক্তরাষ্ট্রের তারকা ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। এর মধ্যে গত এক সপ্তাহে নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দেওয়া দুজন নারী বলেছেন, তারা কর্মক্ষেত্রে গভর্নরের হাতে নিপীড়নের শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাজনৈতিক পরিবার কেনেডি পরিবারে বিয়ে করেছিলেন নিউইয়র্কের আরেক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান অ্যান্ড্রু কুমো। তাঁর বাবা মারিও কুমো নিউইয়র্কের গভর্নর ছিলেন। মার্কিন রাজনীতিতে ডেমোক্রেটিক দলে গত দশকে খুবই প্রভাবশালী নেতা ছিলেন মারিও কুমো। তাঁর সন্তান অ্যান্ড্রু কুমো ৩২ বছরে বিয়ে করেন রবার্ট কেনেডির মেয়ে কেরি কেনেডিকে।
২০০৫ সালে অ্যান্ড্রু কুমো ও কেরির মধ্যে বিচ্ছেদ হয়। নিউইয়র্কের জনপ্রিয় গভর্নর হিসেবে পরিচিত লাভ করেন কুমো। ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুমো গত এক বছরে করোনা মহামারি মোকাবিলায় চমৎকার ভূমিকা রেখেছেন। প্রতিদিন সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে সারা বিশ্বে তিনি পরিচিতি লাভ করেন। ডেমোক্রেটিক দলের ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও অ্যান্ড্রু কুমোর নাম চলে আসে। সুদর্শন অ্যান্ড্রুকে যুক্তরাষ্ট্রের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেও বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে রীতিমতো দুর্যোগে পড়েছেন রাজনীতির এই তারকা। পরপর তিন নারী যৌন পীড়ন বা অশালীন আচরণের অভিযোগ আনার পর তাঁর পদত্যাগের দাবি উঠেছে। এমনকি তাঁর দলের লোকজনও এমন দাবি জানাতে শুরু করেছেন। অন্তত ৫০ আইন প্রণেতা বলেছেন, অ্যান্ড্রু কুমোকে পদত্যাগ করতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনারও হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যেই রাজ্য আইন সভা মহামারি বিষয়ক জরুরি অবস্থা জারি সংক্রান্ত তাঁর ক্ষমতা প্রত্যাহার করেছে।
প্রতিদিন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা গভর্নর কুমো নারীদের অভিযোগ প্রকাশের পর জনসমক্ষে উপস্থিত হওয়া থেকে বিরত রয়েছেন। তাঁর পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি নিপীড়নের অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেই অভিযোগের বিষয়গুলো নিয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে স্বাধীন তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন।
৩ মার্চ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অ্যান্ড্রু কুমো বলেন, তাঁর অতীত ব্যবহার নিজের জন্যই এখন বিব্রতকর হয়ে উঠেছে। তাঁর আচরণ অনেকের জন্যই অসন্তোষের কারণ হয়ে উঠেছিল বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন কুমো। তিনি বলেন, নিজে কখনো টের পাননি তাঁর আচরণে অন্যরা বিব্রত হচ্ছে। বিষয়টিকে আগামী দিনের জন্য শিক্ষা হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।