Thank you for trying Sticky AMP!!

টুইটারের ‘অর্ধেক কর্মী’ ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন

খরচ কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন কোম্পানিটির নতুন মালিক ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাস্কের পরিকল্পনার বিষয়ে অবগত ব্যক্তিরা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করতে চান।

টুইটারে বর্তমানে সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের আগামীকাল শুক্রবার জানিয়ে দিতে পারেন মাস্ক।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন।

Also Read: টুইটারের ৭৫ ভাগ কর্মীকে ছাঁটাই করতে চান ইলন মাস্ক

টুইটারের মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে কোম্পানির সিইওর পদ থেকে বরখাস্ত করেন মাস্ক। একই সঙ্গে তিনি কোম্পানির আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন।

Also Read: টুইটার কেন কিনলেন ইলন মাস্ক

মাস্ক টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন। তারপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটিতে যেকোনো জায়গায় বসে কাজ করার বিদ্যমান নীতি বাতিল করতে চান মাস্ক। সে ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া কর্মীদের অফিস বসেই কাজ করতে হবে।

Also Read: ইলন মাস্ক কী চাইছেন

টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন আগে অস্বীকার করেছিলেন মাস্ক।

গত মাসে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মাস্ক।

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টুইটার।

একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, মাস্ক প্রথম দফায় টুইটারের এক–চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন।

Also Read: টুইটারের কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত ইলন মাস্কের