কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অভিবাসীবাহী উড়োজাহাজ নামতে দিল না কলম্বিয়া, শুল্ক নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ট্রাম্প-পেত্রোর

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ নামতে বাধা দিয়েছে কলম্বিয়া সরকার। আর এতে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে নিষেধাজ্ঞাও। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসা ‘সব পণ্যে’ ২৫ শতাংশ হারে শুল্ক ‘অবিলম্বে’ কার্যকর হবে। সপ্তাহখানেকের মধ্যে এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করবে তাঁর প্রশাসন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, তিনিও মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প ও পেত্রোর এমন পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে গতকাল রোববার। গতকালই যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন তিনি।

গুস্তাভো পেত্রো বলেন, ‘আমাদের নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে, বেসামরিক উড়োজাহাজে পাঠানো হলে বরং গ্রহণ করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে।’

মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে সান দিয়েগো থেকে উড়াল দেওয়া দুটি সামরিক উড়োজাহাজ গতকাল কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু জটিলতার কারণে পরে সেটা বাতিল করা হয়েছে।

২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ওপর খড়্গহস্ত হয়েছেন তিনি। এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এমন নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ওপর ব্যাপক ধরপাকড় চলছে। তাদের ধরার পর সামরিক উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এমন খবর ও ছবি প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে।

যাহোক, কলম্বিয়ার পক্ষ থেকে অভিবাসীবোঝাই সামরিক উড়োজাহাজ নামতে না দেওয়া ঘটনায় রোববার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ‘জরুরি ও সিদ্ধান্তমূলক প্রতিশোধের’ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কলম্বিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবে তাঁর প্রশাসন। কলম্বিয়ার সরকারি কর্মকর্তা এবং দেশটির সরকারের মিত্র ও সমর্থকদের ভিসা ‘অবিলম্বে বাতিল’ করা হবে।

ট্রাম্প আরও বলেন, ‘এসব পদক্ষেপ কেবল শুরু। তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রে জোর করে আসা অপরাধীদের গ্রহণ এবং ফিরিয়ে দেওয়ার বিষয়ে কলম্বিয়া সরকারকে নিজেদের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করতে দেবে না।’

ট্রাম্পের এমন ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক্স পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার শুল্ক আরোপের ঘটনা আমাকে ভীত করছে না। কারণ, কলম্বিয়া সৌন্দর্যের দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের হৃৎপিণ্ড।’

সেই সঙ্গে গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় নির্ধারিত ব্যক্তিদের ‘সম্মানের সঙ্গে’ ফিরিয়ে আনা নিশ্চিত করতে তাঁর প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ ব্যবহারের প্রস্তাব দেন।

গতকাল গুস্তাভো পেত্রো জানান, ১৫ হাজার ৬৬৬ জনের বেশি মার্কিনি অবৈধভাবে কলম্বিয়ায় অবস্থান করছেন। তবে বিবিসির পক্ষ থেকে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ থেকে অবৈধ মার্কিনিদের বিতাড়নে তিনি কখনোই ট্রাম্প প্রশাসনের মতো অভিযানের নির্দেশ দেবেন না।

যুক্তরাষ্ট্রে বাজারে আমদানি করা কফির ২০ শতাংশের জোগানদাতা কলম্বিয়া। এর বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। এ ছাড়া কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো, ফুলসহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। এখন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাবে।