Thank you for trying Sticky AMP!!

ট্রাম্প কি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন

আদালতে ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ মঙ্গলবার এক মামলায় আদালতে হাজির হওয়ার গ্রেপ্তার হলেন ট্রাম্প।
আদালতে দোষি সাব্যস্ত হলে ট্রাম্পের চার বছর কারাদণ্ড হতে পারে। এখন প্রশ্ন হলো কারদণ্ড হলে কী হবে। ট্রাম্প কি নির্বাচন করতে পারবেন?

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে অভিযুক্ত করার এ ঘটনা তাঁকে রাজনৈতিকভাবে সাহায্য করবে নাকি তার জন্য বিপর্যয় সৃষ্টি করবে তা এখনো স্পষ্ট নয়।  তবে প্রাথমিক তহবিল সংগ্রহের দিকে খেয়াল করলে দেখা যায়, এই অভিযোগ ট্রাম্পের ভিত্তিকে আরও সংহত করেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আইনগত দিক থেকে ট্রাম্পের জন্য এই অভিযোগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা তৈরি করবে না।  

Also Read: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেপ্তার

লয়োলা ল স্কুলের পাবলিক সার্ভিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেসিকা লেভিনসন বলেন, আইনগতভাবে বলতে গেলে, সাবেক প্রেসিডেন্ট যদি রাষ্ট্রীয় অপরাধের জন্য অভিযুক্ত হন বা এমনকি দোষী সাব্যস্তও হন তারপরও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা নেই। কিন্তু বাস্তবতা হলো তিনি দোষি সাব্যস্ত হয়ে কারাগারে গেলে কিভাবে নির্বাচন পরিচালনা করবেন, আর নির্বাচিত হলে কীভাবে কারাগার থেকে দেশ চালাবেন তিনি?

জেসিকা বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্যতা নির্ধারণ করা আছে। তিনটি যোগ্যতা হলো, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করতে হবে। আরেকটি হচ্ছে বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। এ ছাড়া টানা ১৪ বছর ধরে যুক্তরাষ্ট্র বসবাস করতে হবে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য আগেই বলেছেন, আইনি জটিলতা থাকলেও ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি পিছু হটবেন না।

গত মাসে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কথা ভাবছি না। আইনি জটিলতার সৃষ্টি করা হলে বরং আমার সমর্থক সংখ্যা আরও বাড়বে।’

Also Read: গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্প, আদালত চত্বর ছেড়েছেন