৪, ৩, ২, ১...। ঘড়ির সেকেন্ডের কাঁটা ১২ ছোঁয়া মাত্রই রংবেরঙের আলোকচ্ছটায় রঙিন হলো আকাশ। চারপাশে উল্লাসের ধ্বনি। এই আয়োজন, এই আনন্দ খ্রিষ্টীয় নতুন বছর ঘিরে। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ২০২৩ সালের যাত্রাটা শুরু হয়েছে এভাবেই। শুধু নিউজিল্যান্ডই নয়, পুরোনোকে ঝেড়ে ফেলে নতুন বছরকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলুন, ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক উদ্যাপনের সেসব চিত্র।
