দেশে দেশে খ্রিষ্টীয় নববর্ষ বরণ

৪, ৩, ২, ১...। ঘড়ির সেকেন্ডের কাঁটা ১২ ছোঁয়া মাত্রই রংবেরঙের আলোকচ্ছটায় রঙিন হলো আকাশ। চারপাশে উল্লাসের ধ্বনি। এই আয়োজন, এই আনন্দ খ্রিষ্টীয় নতুন বছর ঘিরে। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ২০২৩ সালের যাত্রাটা শুরু হয়েছে এভাবেই। শুধু নিউজিল্যান্ডই নয়, পুরোনোকে ঝেড়ে ফেলে নতুন বছরকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। চলুন, ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক উদ্‌যাপনের সেসব চিত্র।

অস্ট্রেলিয়ার সিডনি শহরে অপেরা হাউস ও হারবার ব্রিজের আকাশে আলোর খেলা
ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গোয়ানঝোয়ামুন স্কয়ারে উৎসবমুখর পরিবেশ
আতশবাজির আলোয় উজ্জ্বল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়াট আরুন বৌদ্ধমন্দিরের আকাশ
চীনের জিয়াংসু প্রদেশের জিইউ ওয়ার্ল্ড থিম পার্কে খ্রিষ্টীয় নতুন বছর বরণের আগমুহূর্তে
সিঙ্গাপুরের মারিনা বে–তে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে মানুষের ভিড়
মারিনা বে–তে মানুষের ঢল