ভোগান্তি, অভিযোগ সব ইভিএম নিয়ে

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটারদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। আজ বুধবার পাবনার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: হাসান মাহমুদ

দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনের বড় কোনো গোলযোগের খবর না পাওয়া গেলেও, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানা অভিযোগ পাওয়া গেছে। ইভিএমে ধীরগতির ভোটের কারণে ভোটাররা ভোগান্তিতে পড়েছেন। আঙুলের ছাপ না মেলায় বিপাকে পড়তে হয়েছে অনেককে।

কুমিল্লা সিটি করপোরেশনের পাশাপাশি আজ বুধবার দেশের ১২৩টি ইউপি, ৫টি পৌরসভা ও ১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ৪৪টি ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়।

সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে আঙুলের ছাপ না মেলায় বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকে। বিয়ানিবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার রিনা বেগম (৫০) বলেন, দুপুর ১২টায় ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বেলা একটার দিকে বুথে প্রবেশ করতে পারেন। ভোটার আইডি দিয়ে চেহারা ও নাম-ঠিকানার মিল পাওয়া যায়। কিন্তু আঙুলে ছাপ মেলেনি। পরে তাঁকে বেলা দুইটার পর আসতে বলা হয়।

মেহেরপুরে একটি পৌরসভাসহ চারটি ইউপিতে নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুরু হয়। তবে ইভিএমে ভোট গ্রহণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন ভোটাররা। সরকারি বালক উচ্চবিদ্যালয় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এ এইচ এম কামাল বলেন, অনেক ভোটারের জন্য ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে।

সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল। বিয়ানীবাজার সরকারি কলেজ ভোটকেন্দ্রে
ছবি: আনিস মাহমুদ

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউপিতে নির্বাচন চলাকালে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য প্রার্থী সুফিয়া খাতুনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর পৌরসভায়ও ইভিএমে ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। গোপালগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রংধনু কিন্ডারগার্টেন কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই ইভিএম অকেজো হয়ে যায়। মিনিট দশেক পর বিশেষজ্ঞ এসে ঠিক করে দিলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে অনিয়মের অভিযোগে নোয়াখালীর হাতিয়ার হরণী ইউপিতে মুশফিকুর রহমান (ঘোড়া) ও চানন্দী ইউপিতে আমিরুল ইসলাম (ঢোল) গতকাল দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন। তাঁদের অভিযোগ, নৌকার প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে প্রবেশ করে ইভিএমে নৌকা প্রতীকের সুইচ টিপে দিয়েছেন। অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন।

আরও পড়ুন

ঢাকার ধামরাইয়ে সূতিপারা ইউপি নির্বাচনে বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ না মেলায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এই ইউপির কালামপুরের আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে দায়িত্বরত র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহিদুল ইসলামকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। নিয়মবহির্ভূতভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থককে নিয়ে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের কারণে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ও শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউপি নির্বাচনে সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমের ধীরগতির কারণে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন।

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউপি নির্বাচনে হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি
ছবি: প্রথম আলো

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ব্যালট পেপারে। এই ইউপির শান্তা গুড়নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩ নম্বর ও ৬ নম্বর বুথে গোপন কক্ষে ঢুকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলামকে জানানো হলে তিনি ৩ নম্বর বুথে এসে ওই দুই ব্যক্তিকে গোপন কক্ষে একসঙ্গে ভোট দেওয়ার দৃশ্য দেখতে পান। তাঁরা ভোট দিয়ে দ্রুত চলে যান। এই ইউপির বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র জাল ভোট দিতে এসে এক তরুণ আটক হয়েছেন।

নেত্রকোনার মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের অন্তত ৮টি ভোটকেন্দ্রে দেখা গেছে, খুব কমসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌতম পাল বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি নেই। প্রথম তিন ঘণ্টায় কেন্দ্রে মোট ভোটের ৩ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন