সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ড. ইউনূস কি আইনের ঊর্ধ্বে, শাস্তি কি সরকার দিয়েছে: প্রশ্ন ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদের
ফাইল ছবি

ড. ইউনূস আইন–আদালতের ঊর্ধ্বে কি না, সেই প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ প্রশ্ন করেন তিনি।

বিস্তারিত পড়ুন...

খোলা ছিল ১৪ স্লিপারের হুক, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের তিন শতাধিক যাত্রী

আনসার, রেলের কর্মকর্তা-কর্মচারী ও পূর্বধলা প্রশাসনের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় নেত্রকোনার জারিয়াগামী একটি লোকাল ট্রেন। মঙ্গলবার সকালে পূর্বধলার বালুঘাটা এলাকায়
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে মঙ্গলবার ভোরে নেত্রকোনার জারিয়া রেলস্টেশনে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। সকাল সাড়ে সাতটার দিকে পূর্বধলা ও জারিয়া রেলস্টেশনের মাঝামাঝি একটি রেলসেতুর ১৪টি স্লিপারের ২৮টি ডগস্পাইক (হুক) রহস্যজনকভাবে খোলা দেখতে পান আনসার সদস্যরা।

বিস্তারিত পড়ুন...

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী, জানালেন চাপ ও হুমকির কথা

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুদ্দিন খান সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে
ছবি: সংগৃহীত

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

বিস্তারিত পড়ুন...

আমেরিকার প্রেসিডেন্ট কে হলো, তাতে আমাদের কী

ফার্স্ট লেডির কবিতা পাঠ ও প্রেসিডেন্টের বক্তব্য শুনে উপস্থিত কচিকাঁচা শিশুরা হর্ষধ্বনি করল। হাততালি দিলেন অভিভাবকেরাও
ছবি : রয়টার্স

খুব সাজানো-গোছানো। বলা যায়, কোরিওগ্রাফ করা দৃশ্য ছিল সেটি। সেই দৃশ্যের দুই প্রধান পাত্র-পাত্রী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। জনপ্রিয় তারকাদের ভঙ্গিমায় তাঁরা একটি কালো পর্দার ওপাশ থেকে আবির্ভূত হলেন। বড় একটা ক্রিসমাস ট্রির নিচে রাখা দুটি লাল চেয়ারে এসে দুজন বসলেন। ফার্স্ট লেডি জিল বাইডেন একটি কবিতার বই নিয়ে সেখান থেকে দ্য নাইট বিফোর ক্রিসমাস কবিতাটি পড়ে শোনালেন।

বিস্তারিত পড়ুন...

মহারাষ্ট্রে দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি নিলামে উঠছে

দাউদ ইব্রাহিম
ফাইল ছবি: এএনআই

ভারত সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের জব্দ করা পৈতৃক বাড়ি ও তাঁর পরিবারের আরও তিনটি সম্পত্তি নিলামে তোলা হচ্ছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরির মুমবেক গ্রামের এসব সম্পত্তি আগামী শুক্রবার নিলাম হওয়ার কথা।

বিস্তারিত পড়ুন ...