সন্ধ্যায় দেখে নিন আলোচিত ১০টি খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। কাজের ব্যস্ততা হয়তো কম। তবে ঘটনা থেমে নেই। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্প নিয়ে এখনো একাধিক খবর প্রকাশিত হচ্ছে। দেশের রাজনীতির মাঠও সরগরম। একদিন পরেই জানা যাবে কে হচ্ছেন নতুন প্রেসিডেন্ট। এ ছাড়াও আছে, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলা জগতের নানা খবর। আবার ভালোবাসার গল্প আহ্বান করেছিল ‘ছুটির দিনে’। বিপুল সাড়া দিয়েছেন পাঠকেরা। কেউ লিখেছেন দুরন্ত প্রেমের গল্প, কেউবা শুনিয়েছেন দূর থেকে ভালোবেসে যাওয়ার অনুভূতি। সে রকম একটি বাছাই করা লেখাও আছে এখানে।
এই সন্ধ্যায় দেখে দিন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

পরবর্তী রাষ্ট্রপতি কে, খোলাসা হবে আগামীকাল

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আগামীকাল রোববার বিকেল চারটায়। তফসিল অনুযায়ী, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোননয়নপত্র দাখিল করা যাবে। মূলত আগামীকালই পরিস্কার হয়ে যাবে কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। বিস্তারিত পড়ুন

মিরপুরে বাসাভাড়া বাড়ার কারণ কি মেট্রোরেল

গত বছরের ২৮ ডিসেম্বরে উত্তরা থেকে আগাারগাঁও

মেট্রোরেলের নির্মাণকাজ চলাকালে ভোগান্তি এড়াতে মিরপুর এলাকার বাসা বদল করে অন্য এলাকায় চলে যান তাইজুল ইসলাম। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের এ কর্মকর্তাকে দেখা গেল আবারও পশ্চিম কাজীপাড়া এলাকায় বাসা খুঁজছেন। প্রথম আলোকে তিনি বলেন, কাজীপাড়া এলাকা ছেড়েছিলাম উপায় না দেখে। এখন যেহেতু মেট্রোরেল চালু হয়েছে, রাস্তাও ঠিক হয়ে গেছে, তাই আবার এই দিকেই বাসা খুঁজছি।বিস্তারিত পড়ুন

নাটোরে বিএনপির মঞ্চ দখল করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে বক্তব্য দিচ্ছেন ছাতনী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি দুলাল সরকার। আজ শনিবার সকালে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে
ছবি: প্রথম আলো

নাটোরে মিছিল বের করার ফাঁকেই বিএনপির পদযাত্রা মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে এ ঘটনা ঘটেছে। আজ সকাল আটটার দিকে ছাতনী ইউনিয়নের দিয়াড় মাদ্রাসাঘাট বটতলা মোড়ে গিয়ে দেখা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দল দলে বটতলা মোড়ে সমবেত হচ্ছেন। বিস্তারিত পড়ুন

১-২ মিনিটে যেভাবে নারীদের মুঠোফোনের ব্যক্তিগত ছবি হাতিয়ে নেন ‘ডেলিভারিম্যান’

গ্রেপ্তার ডেলিভারিম্যান মিজানুর রহমান ওরফে আল-আমিন
ছবি: প্রথম আলো

নারীদের মুঠোফোনে থাকা ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ‘ব্ল্যাকমেলের’ অভিযোগে গাজীপুরে এক ‘ডেলিভারিম্যান’ গ্রেপ্তার হয়েছেন। পুলিশ বলছে, অনলাইনে অর্ডার দেওয়া পণ্য বাড়িতে পৌঁছে দিতে গিয়ে মাত্র এক-দুই মিনিটে গ্রাহকের অজান্তে মুঠোফোনের ছবি হাতিয়ে নেন তিনি। এরপর সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করেন টাকা। বিস্তারিত পড়ুন

বাংলাদেশ নিয়ে কৌশিক বসু: আইএমএফের কাছে না গেলে বড় বিপর্যয় হতে পারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
ছবি: রয়টার্স

কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত বাংলাদেশ বেশ ভালোভাবে মোকাবিলা করছে বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। বাংলাদেশ সময়মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের জন্য গেছে বলেও উল্লেখ করেছেন তিনি। ভারতের এই অর্থনীতিবিদ বলেছেন, সময়মতো আইএমএফের কাছে না গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারত। শ্রীলঙ্কা তা পারেনি, সে জন্য তারা বিপর্যয়ের মুখে পড়েছে। বিস্তারিত পড়ুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গতিপথ নাটকীয়ভাবে বদলে দিতে পারে যে যুদ্ধবিমান

ন্যাটো ইউক্রেনকে যদি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ এফ-১৬ বিমান দেয়, তাহলে দেশটির বিমানবাহিনীর সক্ষমতা নাটকীয় পরিবর্তন হবে
ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি হতে চলেছে। এখন পর্যন্ত যুদ্ধের যা গতিপ্রকৃতি, তাতে দুই পক্ষের মূল মনোযোগ স্থলযুদ্ধেই কেন্দ্রীভূত হয়ে আছে। আর আকাশযুদ্ধে রাশিয়া না ইউক্রেন পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, সেটি এখনই বলা যাচ্ছে না।ইউক্রেনের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে প্রতিরক্ষামূলক যুদ্ধ তারা যত দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে ততই মঙ্গল। জয়-পরাজয় নির্ধারক আক্রমণাত্মক যুদ্ধে যাওয়ার জন্য পশ্চিমাদের সামরিক সহায়তা পাওয়ার অপেক্ষা তাদের করতে হবে। বিস্তারিত পড়ুন

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেবি

আদানি সাম্রাজ্যের কর্নধার গৌতম আদানি
ছবি: এএফপি

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) আদানি গোষ্ঠীর ২৫০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রির অনিয়ম তদন্ত করছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গের প্রতিবেদনে শীর্ষ শিল্পগোষ্ঠীটির বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এই প্রথম তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানে সেবির এমন দুটি সূত্র জানায়, শেয়ার বিক্রির প্রক্রিয়ায় আইনের কোনো লঙ্ঘন বা স্বার্থের দ্বন্দ্ব ছিল কি না, সেবি তা তদন্ত করে দেখছে।বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ফাইনালে সেই অবিশ্বাস্য সেভটি যেভাবে করেছিলেন মার্তিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনালে একাধিকবার আর্জেন্টিনার রক্ষণ দেয়াল হয়ে ওঠেন এমিলিয়ানো মার্তিনেজ
এএফফি

কাতার বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ দিকে এমিলিয়ানো মার্তিনেজের সেই সেভ মনে আছে?
বক্সের ভেতর আর্জেন্টিনা গোলকিপারকে সামনাসামনি একা পেয়ে গিয়েছিলেন র‍্যান্ডাল কোলো-মুয়ানি। চলতি বলে ভলি করে শটও নিয়েছিলেন, কিন্তু মার্তিনেজ কোন জাদুবলে বাঁ পা দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছিলেন, তা গবেষণার বিষয়। বিস্তারিত পড়ুন

শাকিব খানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগছে? যা বললেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস
কোলাজ

সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে বলে জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অপু। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তাঁর কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তাঁর কাছে। বিস্তারিত পড়ুন

১০

নাজিফা আর রাফসান আজও জানে না ওদের প্রেমটা কীভাবে শুরু হয়েছিল

আঁকা: এস এম রাকিবুর রহমান

মেসেজের শব্দে ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি নাজিফা রিপ্লাই দিয়েছে: ‘তোদের দোয়ায় ভালো আছি আমরা। রাফসানের সঙ্গে খারাপ থাকা সম্ভব না!’
নাজিফার উত্তর পড়ে মনে পড়ে গেল বিশ্ববিদ্যালয়জীবনের সেদিনের কথা। স্যার আসতে বেশ দেরি করছিলেন। সবাই আড্ডায় মত্ত। আমার মাথায় দুষ্টুমি চাপল। ফামিনের সঙ্গে এসব বিষয়ে আমার আবার ভালো জমে। তাই ফামিনকে ডেকে বললাম, ‘আয় একটু মজা নিই।’ বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে আরও পড়ুন