অধ্যায় ৪
৩৭. ‘মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়’— উক্তিটি কে করেছেন?
ক. এ কে নাজমুল করিম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. এরিস্টটল ঘ. রুশো
৩৮. বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান কিসের উত্তরাধিকার হয়?
ক. সম্পদের খ. নেতৃত্বের
গ. বংশমর্যাদার ঘ. সামাজিক মর্যাদার
৩৯. বিবাহের ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হয়—
i. অধিকার সম্পর্ক
ii. কর্তব্যের সম্পর্ক
iii. প্রতিযোগিতার সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. বিবাহ হচ্ছে একমাত্র মাধ্যম, যা একজন পুরুষ ও মহিলাকে দাম্পত্যজীবনের—
i. সামাজিক স্বীকৃতি দান করে
ii. ধর্মীয় স্বীকৃতি দান করে
iii. আইনগত স্বীকৃতি দান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. বিবাহ কখনো–বা কারও জন্য সুযোগ সৃষ্টি করে—
i. রাজনৈতিক কার্যাবলির
ii. নতুন নতুন কর্মক্ষেত্রের
iii. নতুন ধরনের অর্থনৈতিক কার্যাবলির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. ‘পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ, যেখানে সন্তানাদিসহ বা সন্তানবিহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বাস করে’—উক্তিটি কারা দিয়েছেন?
ক. পোপেনো ও সরোকিন
খ. অগবার্ন ও নিমকফ
গ. ফক্স ও রবার্টসন
ঘ. এডওয়ার্ড ওয়েস্টারমার্ক ও সরোকিন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩৭.খ ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ ৪১.ঘ ৪২.খ
শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা