অধ্যায় ৮
১১.উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—
i. অবাস্তব
ii. সোজা
iii. খর্বিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. পাহাড়ি রাস্তা বা বিপজ্জনক বাঁকে কত কোণে দর্পণ বসানো থাকে?
ক. 350 খ. 400
গ. 450 ঘ. 900
১৩. সমতল দর্পণে সৃষ্ট বিম্বের আকার লক্ষ্যবস্তুর কী রূপ?
ক. সমান খ. ছোট
গ. বড় ঘ. কোনোটিই নয়
১৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
ক. লেন্স খ. বিম্ব
গ. দর্পণ ঘ. প্রিজম
১৫. গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে কী বলে?
ক. প্রধান অক্ষ খ. গৌণ অক্ষ
গ. ফোকাস দূরত্ব ঘ. বক্রতার ব্যাসার্ধ
১৬. নিচের কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভুক্ত নয়?
ক. মানুষ খ. ছবি
গ. দেয়াল ঘ. নক্ষত্র
১৭. শূন্যস্থানে আলোর বেগ কত ms-1?
ক. 3×10-8 খ. 3×108
গ. 3×109 ঘ. 3×10
১৮. কোনো সমতল দর্পণ থেকে তুমি 20 সেমি. দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে কত সেমি. দূরে অবস্থিত হবে?
ক. 10 খ. 20
গ. 30 ঘ. 40
১৯. একটি বস্তুর দৈর্ঘ্য 30 সেমি. এবং গোলীয় দর্পণের বিম্বের দৈর্ঘ্য 15 সেমি. হলে বিবর্ধন কত হবে?
ক. 0.5 খ. 1
গ. 0.05 ঘ. 0.02
২০. সরল পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
ক. অবতল খ. উত্তল
গ. গোলীয় ঘ. সমতল
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.ঘ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
এই অধায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন