নিজেদের উদ্যোগ দিয়ে রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ওমর সালহা বলেছেন, ‘রমজান উৎসব এবং উন্মুক্ত ইফতারের মাধ্যমে ১০ বছর ধরে ৫ লাখের বেশি মানুষকে যুক্ত করে আসছে রমজান টেন্ট প্রজেক্ট। স্টামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতার আয়োজন করতে পেরে আমরা সম্মানিত। আমাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মুহূর্তে চেলসির সঙ্গে যৌথভাবে কাজ করছি। চেলসি প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে উন্মুক্ত ইফতারের আয়োজন করতে যাচ্ছে।’
চেলসি এবং চেলসি ফাউন্ডেশন মূলত ‘নো টু হেট’ প্রচারণার অংশ হিসেবে রমজানকে সামনে নিয়ে এসেছে। যেটি ক্লাবের সমতা, বৈচিত্র্যময়তা এবং সংযুক্তিমূলক একটি প্রোগ্রাম। এ ছাড়া ধর্মীয় সহনশীলতার প্রচারও নো টু হেটের কার্যক্রমের একটি বড় অংশজুড়ে থাকে।
উন্মুক্ত ইফতার আয়োজন নিয়ে চেলসি ফাউন্ডেশনের প্রধান সিমন টেইলর বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে মিলে উন্মুক্ত ইফতার আয়োজনের ঘোষণা দিচ্ছি। প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে এটি করতে পেরে আমরা আনন্দিত।’