শুধু মেসির নামে স্লোগান দিয়েই ক্ষান্ত হয়নি আল–ইত্তিহাদের সমর্থকেরা। তাদের মাঠে টানেল দিয়ে আল–নাসরের খেলোয়াড়েরা খেলতে নামার সময় রোনালদোকে দুয়োও দিয়েছে তারা। ম্যাচটি শেষ পর্যন্ত ১–০ গোলে হেরেছে আল–নাসর

ম্যাচ শেষে হতাশ রোনালদো ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মেরেছেন। এটা দেখে যেন তাঁকে দুয়ো দিতে আরও উৎসাহ পেয়েছে আল–ইত্তিহাদের সমর্থকেরা!

মাঠের ভেতরে যখন রোনালদোকে খেপিয়ে তুলতে তাঁকে এভাবে দুয়ো দিয়ে যাচ্ছিল আল–ইত্তিহাদের সমর্থকদের একটি অংশ, বাইরে থাকা সমর্থকদের আরেকটি অংশ তখন ক্লাব কর্তৃপক্ষের মনোযোগ কাড়তে ব্যস্ত ছিলেন অন্য একটি কারণে।

বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোকে দলে ভিড়িয়েছে আল–নাসর। আল–ইত্তিহাদের কাছ থেকে এর পাল্টা জবাব চায় দলটির সমর্থকেরা। তাদের চাওয়া, আল–ইত্তিহাদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে দলে টানুক। কাল আল–ইত্তিহাদের সমর্থকদের অনেকেই মেসির পোস্টার নিয়ে মাঠের বাইরে স্লোগান দিয়েছেন—মেসিকে নিয়ে এসো!

রোনালদো আল–নাসরে নাম লেখানোর পর থেকেই একটা গুঞ্জন ফুটবল–বিশ্বে চলছে, আল–ইত্তিহাদ মেসিকে দলে ভেড়াতে চায়। গত বুধবার পিএসজি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর অনেকেই মেসির প্যারিস ছাড়ার সম্ভাবনা দেখছেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাঁদের কেউ কেউ মেসির সৌদি আরবে খেলতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না!