ক্যাম্প ন্যুর ‘মেসি! মেসি!’ ডাক কি শুনতে পাচ্ছেন মেসি

বার্সা সমর্থকদের ডাকে কি সাড়া দেবেন মেসিফাইল ছবি

আবারও! লিওনেল মেসি কি শুনতে পাচ্ছেন?

ক্যাম্প ন্যুতে পরশু রাতে এসেছিল জিরোনা। গোলশূন্য ড্রয়ে দলটিকে ভালোই আতিথ্য দিয়েছে বার্সেলোনা। অন্তত জিরোনার পক্ষ থেকে এমন দাবিই করা হতে পারে। বার্সা সমর্থকদের তাতে মাথাব্যথা কমই।

লা লিগা শিরোপা দৃশ্যমান, লক্ষ্য এবার ‘ঘরের ছেলে’কে ঘরে ফেরানো—লিওনেল মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনা। বার্সা সমর্থকেরা তাই কালকেও ম্যাচের ১০ মিনিটে ‘মেসি! মেসি! মেসি!’ স্লোগানে মুখরিত করেছিলেন ক্যাম্প ন্যুর গ্যালারি।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। বার্সায় মেসি ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। সে জন্যই ম্যাচের ১০ মিনিট সময়কে বেছে নিচ্ছেন সমর্থকেরা। গত ২৬ মার্চ কিংস লিগের ‘প্লে অফ’ ম্যাচেও মেসিকে স্মরণ করেছিলেন গ্যালারির দর্শক। সেদিনও মেসির নামে গগনবিদারী চিৎকারে প্রকম্পিত হয়েছিল ক্যাম্প ন্যুর গ্যালারি।

লিওনেল মেসিকে ফেরাতে চান জাভিও
ছবি: টুইটার

এরপর চলতি মাসের শুরুতে কোপা দেল রে সেমিফাইনাল ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও গ্যালারিতে ‘মেসি! মেসি! মেসি!’ রব তুলেছিলেন বার্সার সমর্থকেরা। সেটাও ম্যাচের ১০ মিনিটেই। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছে, মেসিকে বার্সায় ফেরার বিষয়ে প্রলুব্ধ করতেই সমর্থকেরা পরিকল্পনা করে এমন করছেন।

আরও পড়ুন

ম্যাচ শেষে বার্সার কোচ জাভি হার্নান্দেজকে এ নিয়ে প্রশ্ন করেছিলেন সংবাদকর্মীরা। সাবেক সতীর্থের ফেরার অপেক্ষায় আছেন জাভিও, ‘আমাদের (লিগ টেবিলে) অবস্থানে সমর্থকেরা কিন্তু খুশি। আর মেসি সমর্থকদের মনে আশার সঞ্চার করে। সম্ভবত দুই (তিন) ম্যাচ হলো সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিচ্ছে। দেখা যাক, সে ফেরে কি না। তবে এ মৌসুমে লা লিগা জেতাই আমাদের লক্ষ্য।’

২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। হাতে থাকা বাকি ১০ ম্যাচে রিয়াল এই ১৩ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠবে—ক্লাবটির পাঁড় ভক্তও সম্ভবত এমন স্বপ্ন দেখছেন না। তাই লা লিগা এবার বার্সার ঘরে ওঠা মোটামুটি নিশ্চিত।

লাপোর্তা চাইলে বার্সায় ফিরতে পারেন মেসি
ছবি : সংগৃহীত

প্রায় ১৮ মাস আগে ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তারপর এই প্রথম মেসির বার্সায় ফেরার গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। গত শুক্রবার বার্সার পক্ষ থেকেই নিশ্চিত করা হয় মেসিকে ফেরাতে তারা পিএসজির সঙ্গে যোগাযোগ করেছে

আরও পড়ুন

জুনে আর্জেন্টাইন তারকার চুক্তির মেয়াদ ফুরাবে ক্লাবটিতে। মেসি বিশ্বকাপ জয়ের পর পিএসজির সঙ্গে নতুন চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু ফরাসি সংবাদমাধ্যমই দাবি করেছে, চুক্তিটি সম্ভবত আর হচ্ছে না। বর্তমান চুক্তির মেয়াদ শেষেই ঠিকানা পাল্টাতে পারেন মেসি। বার্সা এই সুযোগটাই নিতে চায়।

আরও পড়ুন

তবে কাজটা খুব কঠিন হবে তাদের জন্য। ইন্টার মায়ামি ও সৌদি আরব থেকে আগ্রহ দেখানো হয়েছে মেসির জন্য। সৌদির ক্লাব আল–হিলাল মেসিকে অবিশ্বাস্য অঙ্কের বেতন দিতে চায়। আর বার্সার সমস্যাটা নিজেদের। স্কোয়াডের খরচ কমানোর বিধিনিষিধ মানার প্রক্রিয়া তো আছেই, এর পাশাপাশি মেসিকে বার্সা বেতন দিতে পারবে কি না, সে প্রশ্নও উঠেছে।